করোনভাইরাসে আক্রান্ত হয়েছেন কলকাতার খ্যাতিমান অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায় (৮৬)।
গত কয়েকদিন ধরেই কিছুটা অসুস্থ থাকায় চিকিৎসকের পরামর্শে করোনা পরীক্ষা করান বাংলা চলচ্চিত্রের খ্যাতিমান এই অভিনেতা।
করোনা পরীক্ষার পর তার রিপোর্ট পজিটিভ এসেছে। কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে তাকে।
সৌমিত্র চট্টোপাধ্যায়ের মেয়ে পৌলমী বসু বলেন, ‘বাবা এখন স্থিতিশীল অবস্থায় আছেন। তার শুধুই জ্বর ছিল। করোনা পজিটিভ রিপোর্ট পাওয়ার পর আজ তাকে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করি। এখন তার শরীরের তাপমাত্রা স্বাভাবিক আছে।’
বেলভিউ নার্সিংহোম থেকে জানানো হয়, সকাল সাড়ে ১০টায় সৌমিত্র চট্টোপাধ্যায়কে হাসপাতালে নেওয়া হয়।
করোনা পরিস্থিতির মধ্যেই কিছুদিন আগে পরমব্রত চট্টোপাধ্যায়ের পরিচালনায় ‘অভিযান’ নামের একটি সিনেমার শুটিংয়ে অংশ নিয়েছিলেন তিনি। ছবিতে অল্প বয়সের সৌমিত্রর চরিত্রে অভিনয় করছেন যিশু সেনগুপ্ত।
খুলনা গেজেট/ কে এম