খুলনা, বাংলাদেশ | ১০ অগ্রহায়ণ, ১৪৩১ | ২৫ নভেম্বর, ২০২৪

Breaking News

  কক্সবাজারের টেকনাফ সমুদ্র সৈকতে গোসলে নেমে নিখোঁজ দুই শিক্ষার্থীর মরদেহ উদ্ধার
  সাবেক আইজিপি মামুনের ফের ৩ দিনের রিমান্ড
করোনা সাপোর্ট সেন্টার ও স্বাস্থ্যসেবা কার্যক্রমের উদ্বোধন

করোনার শুরু থেকেই বিএনপি সর্বোচ্চ সামর্থ্য নিয়ে মানুষের পাশে দাড়িয়েছে : মঞ্জু

নিজস্ব প্রতিবেদক

বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম মঞ্জু বলেন, করোনা সংক্রমণের শুরু থেকেই বিএনপি সর্বোচ্চ সামর্থ্য নিয়ে সাধারণ মানুষের পাশে দাড়িয়েছে। আমরা জনসচেতনতায় প্রচারপত্র বিতরণ, স্বাস্থ্য সুরক্ষাসামগ্রী বিতরণ, ত্রাণ সামগ্রী বিতরণের পাশাপাশি করোনায় আক্রান্তদের হার আশঙ্কাজনক হারে বৃদ্ধি পাওয়ায় বর্তমানে স্বাস্থ্যসেবা কার্যক্রম চালু করেছি। তিনি খুলনা-৩ আসনের সাধারণ মানুষের কথা চিন্তা করে এই মহৎ উদ্যোগ গ্রহণ করার জন্য তরুণ বিএনপি নেতা রকিবুল ইসলাম বকুলকে ধন্যবাদ জানান তিনি। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনা-৩ আসনের বিএনপি মনোনীত প্রার্থী রকিবুল ইসলাম বকুলের উদ্যোগে ‘গণমানুষের স্বাস্থ্যসেবা ও করোনা সাপোর্ট সেন্টার’ কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

রবিবার (১৬ আগস্ট) বেলা ১১টায় নগরীর ১৪নং ওয়ার্ডের কাজী আব্দুল বারী সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে বিএনপির কেন্দ্রীয় নেতা আলহাজ্ব রকিবুল ইসলাম বকুলের সার্বিক সহযোগিতায় এবং ডক্টরস এ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) ও সাবেক ছাত্রদল নেতৃবৃন্দ সমন্বয় পরিষদের আয়োজনে কোভিড-১৯ আক্রান্ত রোগীদের চিকিৎসায় ‘গণমানুষের স্বাস্হ্যসেবা ও করোনা সাপোর্ট সেন্টার’ উদ্বোধন করা হয়। সেবাসমূহের মধ্যে রয়েছে- টেলিফোনে ফ্রি বিশেষজ্ঞ চিকিৎসা পরামর্শ, ফ্রি অক্সিজেন সিলিন্ডার সুবিধা, এ্যাম্বুলেন্স সুবিধা, মৃত করোনা রোগীর লাশ দাফন ও সপ্তাহে একদিন ফ্রি রোগী দেখা।

বিশেষ অতিথি ছিলেন নগর বিএনপির সাধারণ সম্পাদক সাবেক মেয়র মনিরুজ্জামান মনি ও দৌলতপুর থানা বিএনপির সভাপতি শেখ মোশাররফ হোসেন। এতে সভাপতিত্ব করেন খালিশপুর থানা বিএনপির সভাপতি এ্যাড. ফজলে হালিম লিটিন।

এসময়ে উপস্থিত ছিলেন মহানগর বিএনপি নেতা স ম আব্দুর রহমান, সিরাজুল হক নান্নু, সৈয়দা রেহানা ইসা, শাহিনুল ইসলাম পাখী, আবুল কালাম জিয়া, শেখ সাদী, মুর্শিদ কামাল, বিপ্লবুর রহমান কুদ্দুস, সাজ্জাদ হোসেন তোতন, আবু সাইদ হাওলাদার আব্বাস, কালাম শিকদার, শেখ ইমাম হোসেন, মোঃ আলমগীর হোসেন, এনামুল হক ডায়মন্ড, জহর মীর, শেখ বেলায়েত হোসেন, হাবিব বিশ্বাস, মোঃ আশরাফ হোসেন, সামসুর রহমান, এইচএম আবু সালেক, কাজি শাহনেওয়াজ নিরু, ইমতিয়াজ আলম বাবু, শেখ আনসার আলী, মনিরুজ্জামান মনি, মশিউর রহমান খোকন, ম শা আলম, মোঃ আসাদুজ্জামান আসাদ, কাজি শামিম, শেখ মিজানুর রহমান, রুবায়েত হোসেন বাবু, সুলতান মাহমুদ, আরিফ ইমতিয়াজ খান তুহিন, নুরুজ্জামান নিশাত, ইঞ্জিনিয়ার নুরুল ইসলাম বাচ্চু, কাজি নেহিবুল হাসান নেহিম, মেহেদী মাসুদ সেন্টু, সাইফুল ইসলাম সান্টু, আব্দুল আজিজ সুমন, রবিউল ইসলাম রুবেল, মোল্লা সোলায়মান, সোহেল মোল্লা, মোঃ শাহিনউদ্দীন, মাহমুদ হাসান শান্ত, আব্দুল আলিম, এমএম জসিম, আরিফুর রহমান শিমুল, ময়নুদ্দিন নয়ন, খায়রুজ্জামান শামীম, নাজমুল হোসেন বাবু, শহীদুল ইসলাম সোহেল, কাইউম হোসেন, শেখ শাকেরউল্লাহ তুহিন, শেখ আমজাদ, ইউসুফ মোল্লা, মুনতাসির আল মামুন, সিরাজুল ইসলাম, মোঃ আলাউদ্দিন, মোঃ জাহিদুল ইসলাম বাচ্চু, রসিউর রহমান রুবেল, সত্যানন্দ দত্ত, উজ্জ্বল হোসেন সুমন, শেখ মোঃ নাজিম, সিরাজুল ইসলাম সানি, আল আমিন সরদার রতন, মোঃ মামুন, নিঘাত সীমা, সাথী আমিন, মঞ্জুয়ারা, কাকলী বেগম, মুন্নী জামান ও বিউটি প্রমুখ।

চিকিৎসাসেবা কার্যক্রমে চিকিৎসকদের মধ্যে উপস্থিত ছিলেন করোনা বিশেষজ্ঞ ডাঃ কাজী আবু তালহা ফয়সাল ও ডাঃ আল মুক্তাদির মীম প্রমুখ।

খুলনা গেজেট/এআইএন




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!