খুলনা, বাংলাদেশ | ৭ অগ্রহায়ণ, ১৪৩১ | ২২ নভেম্বর, ২০২৪

Breaking News

  ৪ দিনের সরকারি সফরে ঢাকায় পৌঁছেছেন বাইডেনের বিশেষ প্রতিনিধি দল
  পাকিস্তানে যাত্রীবাহী গাড়িতে সন্ত্রাসী হামলায় নিহত ৪৫

করোনার শঙ্কা নিয়েই শুরু জাতীয় ফুটবল দলের ক্যাম্প

ক্রীড়া প্রতিবেদক

জাতীয় দলের ক্যাম্পে এখন সবচেয়ে বড় শত্রুর নাম করোনা। যেখানে ৩৬ ফুটবলারকে নিয়ে প্রাথমিক ক্যাম্প শুরুর কথা ছিল সেখানে পরিবার ছন্নবিছিন্ন হয়ে গেছে তিনদিনের মাথায়। করোনা পরীক্ষা ১৮ ফুটবলার সহ একজন অফিসিয়াল করোনাভাইরাসে আক্রান্ত। এর মধ্যেই নেগেটিভ আসা ফুটবলাররা ক্যাম্পে যোগ দিয়েই দুই প্রবাসী জামাল ভূঁইয়া ও তারিক কাজীকে ছাড়াই অনুশীলন শুরু করেছেন বাকী ফুটবলাররা। গাজীপুরের সারাহ রিসোর্টে রোববার (৯ আগস্ট) শিডিউল অনুযায়ী স্বাস্থবিধি মেনেই ঘাম ঝড়িয়েছেন সাদ-বিপলু-ইয়াসিনরা। রিসোর্টের জিমনেসিয়াম, সুইমিংপুল ও মাঠে ঘাম ঝড়িয়ে নিজেদের ফিটনেস ফেরানোর যুদ্ধে নেমে পড়েছেন ফুটবলাররা।

এদিকে অধিনায়ক জামাল ভূঁইয়া ও তারিক কাজী দেশে ফিরবেন দেরিতে। শেষ খবর পাওয়া পর্যন্ত তারিক কাজী ফিনল্যান্ড থেকে ফিরছেন ১৫ আগস্ট। আর জামাল ভূঁইয়া ৩১ আগস্ট। তবে তা নির্ভর ভ্রমণের বিধিনিষিধের উপর।

কোচ জেমির ভাষ্যে, ‘জামালের আসাটা নির্ভর করছে ডেনমার্ক থেকে অন্য দেশে ভ্রমণের বিধিনিষেধ শিথিলের ওপর।’ জামালের জন্য কতদিন অপেক্ষা করতে পারবেন কোচ? জেমি অন্তত ১৫ সেপ্টেম্বর পর্যন্ত অপেক্ষা করতে চান, ‘জামালকে তৈরি করার জন্য আমার দরকার হবে এক মাস। কারণ সে ফিট খেলোয়াড়, নিজের থেকে সবকিছু করে। আশা করছি, সেপ্টেম্বরের প্রথম সপ্তাহেই পৌঁছতে পারবে সে।’

ম্যানেজার সত্যজিৎ দাস রুপু জামালের ক্যাম্পে যোগ দেয়া প্রসঙ্গে বলেছেন, ‘আমরা যতটুকু জানতে পেরেছি তাতে ১ সেপ্টেম্বর থেকে ডেনমার্কে সরকার তাদের নাগরিকদের অন্য দেশে ভ্রমণের কড়াকড়ি শিথিল করবে। ফ্লাইট চালু হলেই জামাল চলে আসবে।’

সোমবার ফের দুই হাসপাতালে করোনা পজিটিভ হওয়া ১৮জন ফুটবলারকে পরীক্ষা করবে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। এই দিনটি তাই বিশেষভাবে গুরুত্বপূর্ণ। কে কখন দলে থাকছেন, নতুন কোন ফুটবলার যোগ দিবেন কি না সবকিছু নির্ভর করছে এইদিনের উপর। জেমির কথায় তা স্পষ্ট, ‘আমাকে অপেক্ষা করতেই হবে। কারণ আমি সেরা খেলোয়াড়দেরই ডেকেছি। এখন যদি আমি নতুন ১৮ জনকে ডাকি এবং তাদেরও করোনা পজিটিভ হয়, তাহলে একই সংকট থাকবে। তাই সেরাদের তৈরি করার জন্যই আমাকে অপেক্ষা করতে হবে।’




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!