নিউজিল্যান্ড সফর সামনে রেখে করোনার ভ্যাকসিন নেয়া শুরু করেছেন ক্রিকেটাররা। বৃহস্পতিবার সকাল থেকেই রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভ্যাকসিন নিতে আসেন তামিম, মিরাজ, সৌম্য, তাসকিনরা। সকাল সাড়ে দশটা থেকে শুরু হয় ক্রিকেটারদের এ ভ্যাকসিন কার্যক্রম।
এ সময় জাতীয় দলের প্রধান কোচ রাসেল ডমিঙ্গো ছাড়াও অন্যান্য কোচিং স্টাফরা ভ্যাকসিন নিতে হাসপাতালে পৌঁছান। তাদের সঙ্গে দেখা যায় দুই তরুণ ক্রিকেটার নাসুম ও নাঈম শেখকেও। ক্রিকেটারদের পাশাপাশি হাসপাতালে আসেন ক্রিকেট বোর্ডের পরিচালক ও কর্মকর্তারা। সঙ্গে ছিলেন প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরীও। ভ্যাকসিনের প্রথম ডোজ নিয়ে নিউজিল্যান্ড যাবেন ক্রিকেটাররা, ফিরে আবারও পবরর্তী ডোজ নেবেন বলে জানা গেছে।
জাতীয় দলের প্রধান নির্বাচক বলেন, ‘যেহেতু করোনার টিকা নেবেন ক্রিকেটাররা, তাই আমরা একদিন দেখে দল ঘোষণা করবো।’
নান্নু আরও জানান, প্রথমে কথা ছিল দল হবে ২০ জনের, কিন্তু শেষ পর্যন্ত সিদ্ধান্ত হয়েছে নিউজিল্যান্ড সফরের দলে থাকবেন ১৯ জন।
খুলনা গেজেট/এনএম