খুলনা, বাংলাদেশ | ২ অগ্রহায়ণ, ১৪৩১ | ১৭ নভেম্বর, ২০২৪

Breaking News

  প্রীতি ম্যাচ : মালদ্বীপকে ২-১ গোলে হারাল বাংলাদেশ, সিরিজ শেষ হলো ১-১ সামতায়
  ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৯৯৪
  আগামীর বাংলাদেশ হবে ন্যায়বিচার, মানবাধিকার, বাক স্বাধীনতার : ড. ইউনূস
  জুলাই-আগস্টে নিহতদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশে সময় লাগবে : উপদেষ্টা আসিফ

করোনার টিকা নিলে মদে ছাড়

আন্তর্জা‌তিক ডেস্ক

করোনাভাইরাস টিকার দুই ডোজ নেওয়ার প্রমাণপত্র দেখালেই মদ কেনায় ১০ শতাংশ ছাড় দিচ্ছে ভারতের মধ্যপ্রদেশের তিনটি মদের দোকান। এ নিয়ম আজ বুধবার থেকেই কার্যকর হচ্ছে।

সংবাদ সংস্থা এএনআই জানায়, বুধবার থেকে করোনাভাইরাস টিকার সবকটি ডোজ নেওয়ার প্রশংসাপত্র দেখালে মান্দসৌর শহরের তিনটি দোকান ১০ শতাংশ ছাড় দেবে। জেলা প্রশাসনের আশা, এ উদ্যোগের ফলে মদ্যপানকারীদের মধ্যে টিকা নেওয়ার প্রবণতা বাড়বে।

উল্লেখ্য, সম্প্রতি ভারতের একাধিক রাজ্যে মদের দাম কমানো হয়েছে। পশ্চিমবঙ্গে মদের নতুন দাম কার্যকর হওয়ার কেটে গেছে এক সপ্তাহ। তা নিয়ে রাজনৈতিক মহলে চলে নানা আলোচনা। যদিও এ সিদ্ধান্তে মহা-খুশি সুরাপ্রেমীরা।

রাজ্য সরকারের কর্মকর্তারা বলছেন, এতদিন বিভিন্ন প্রতিবেশী রাজ্যগুলোতে দাম কম হওয়ায় সেখানে থেকে পশ্চিমবঙ্গে বেআইনিভাবে মদ আনা হতো। এবার মদের দাম কমে যাওয়ায় সেই পাচার বন্ধ হবে। তাতে লাভ হবে রাজ্যের। সঙ্গে সুরক্ষিত হবে জনস্বার্থের বিষয়টিও। যদিও দাম কমলে রাজ্যের কোষাগারে প্রভাব পড়বে না।

প্রশাসনিক মহলের দাবি, গুণগতভাবে ভালো মদের দাম কমে যাওয়ার ফলে সুরাপ্রেমীদের মধ্যে চাহিদা বাড়বে। ফলে বাড়তি মদ বিক্রি হবে। বিভিন্ন ধরনের মদের ক্ষেত্রে যে পরিমাণ দাম কমানো হয়েছে, তা পুষিয়ে যাবে। পাশাপাশি ভিন্ন রাজ্য থেকে বেআইনিভাবে মদ নিয়ে আনার প্রবণতায় লাগাম পড়লেই রাজ্যে বিদেশি মদের বিক্রি বৃদ্ধি পাবে। যা রাজ্যের কোষাগারের পক্ষে ভালো। একই কারণ দেখিয়ে আমদানিকৃত বিদেশি মদের উৎপাদন শুল্ক ১৫০ শতাংশ কমিয়েছে মহারাষ্ট্র সরকার। সূত্র : হিন্দুস্তান টাইমস।

খুলনা গেজেট/ টি আই




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!