শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের যুগ্ম সচিব মুকেশ চন্দ্র বিশ্বাস বলেছেন, শিক্ষার্থীদের করোনার ক্ষতি পুষিয়ে নেয়ার জন্য শিক্ষকদের আরো বেশি দায়িত্ববান হতে হবে। আন্তরিকতার সাথে তাদেরকে পাঠদান করতে হবে। প্রয়োজনে অতিরিক্ত ক্লাসের মাধ্যমে শিক্ষার্থীদের দুর্বলতা কাটিয়ে তুলতে হবে।
তিনি বলেন, শিক্ষার্থীরা গোড়ায় কাঁচা থাকলে পাকা করা যাবে না। অজানা বিষয়গুলো জানা না থাকলে ওইসব ছেলেমেয়েরা সারা জীবন মানসিকভাবে দুর্বল থাকবে। এই ক্লান্তিলগ্নে শিক্ষকদের গুরু দায়িত্ব পালন করতে হবে। পরিকল্পনা মাফিক ক্লাস নিতে হবে।
রোববার (৩ অক্টোবর) যশোর সরকারি বালিকা বিদ্যালয় মিলনায়তনে প্রধান শিক্ষকদের সাথে স্বাস্থ্যবিধি, পরিষ্কার পরিচ্ছন্নতা অ্যাসাইনমেন্ট ও শ্রেণি কার্যক্রম বিষয়ক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতরের পরিচালক (মাধ্যমিক) প্রফেসর বেলাল হোসাইনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন ঢাকা শিক্ষাবোর্ডের বিদ্যালয় পরিদর্শক প্রফেসর মোহাম্মদ আবুল মনছুর ভূঞা ও মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতরের খুলনা বিভাগীয় উপ-পরিচালক এস এম আব্দুল খালেক।
যশোর সরকারি বালিকা বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক আহসান হাবিব পারভেজ ও শিরিনা খাতুনের সঞ্চলনায় বক্তব্য রাখেন যশোর জেলা শিক্ষা অফিসার একেএম গোলাম আযম, বিদ্যালয়ের প্রধান শিক্ষক লায়লা শিরিন সুলতানা, জেলা সহকারি শিক্ষা অফিসার আব্বাস উদ্দিন, চৌগাছা শাহাদত পাইলট সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজিজুর রহমান, সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এম. কামরুজ্জামান জাহাঙ্গীর, হিজলী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহাজ্জেল হোসেন।
খুলনা গেজেট/ এস আই