খুলনা, বাংলাদেশ | ৯ অগ্রহায়ণ, ১৪৩১ | ২৪ নভেম্বর, ২০২৪

Breaking News

  সিইসিসহ নতুন নির্বাচন কমিশনারদের শপথ আজ
  অ্যান্টিগা টেস্ট: ৪৫০ রানে ইনিংস ঘোষণা ওয়েস্ট ইন্ডিজের, দ্বিতীয় দিন শেষে বাংলাদেশ ৪০/২

করোনার আতঙ্কে ডেঙ্গুকে ভুললে চলবে না

লাইফ স্টাইল ডেস্ক

এখন করোনা ছাড়া যেন কোনো রোগ নেই, করোনা ছাড়া অন্য কোনো রোগের চিন্তা যেমন নেই, তেমনি নেই প্রতিরোধের প্রস্তুতিও। অথচ কিছুদিন আগেও ডেঙ্গু নিয়ে কম ভুগতে হয়নি আমাদের। আবারও সামনে সেই ডেঙ্গু হওয়ার সময়।

প্রতিরোধের প্রস্তুতি এখন থেকেই না নিলে, এর ভয়াবহতাও আমাদের দেশের জন্য করোনার চেয়ে খুব কম নয়।  তাই শুরুতেই নিজের পরিবারের নিরাপত্তার বিষয়টি চিন্তা করুন। মশা তাড়াতে অন্য কেউ কী করছে তার সমালোচনা না করে, আসুন নিজেরাই উদ্যোগ নিয়ে কিছু কাজ করি। মশাও নিয়ন্ত্রণ হবে চারপাশের সবাইকে নিয়ে সুস্থ ও চিন্তামুক্ত থাকতেও পারব।

মশা তাড়াতে যা করতে হবে:

• প্রথমেই নিজের ঘরগুলো পরিষ্কার করুন, বিছানার নিচে, ফ্রিজের পেছনে থেকে রান্নাঘরের তাক বা ওয়াশরুম। খেয়াল করুন কোথাও যেন ময়লা বা পানি জমে না থাকে

• বৃষ্টির দিনে টবের গাছগুলোতে মশা জন্ম নিচ্ছে না তো? প্রতিদিন চেক করুন

• মশা তাড়াতে প্রাকৃতিক পদ্ধতিই হতে পারে বেশ কার্যকর

• নিম তেল শরীরে লাগিয়ে নিলে মশার কামড় থেকে রেহাই পাবেন। নিমের গন্ধে মশা থাকে দূরে

• শুধু নিমপাতাও ঘরে রেখে দিতে পারেন

• শ্যাম্পুর বোতলে এক কাপ পানি ও তিন চামচ ল্যাভেন্ডার তেল মিশিয়ে নিন। ঝাঁকিয়ে এই মিশ্রণই ছড়িয়ে দিন ঘরের নানা কোণায়

• ঘরে টবে কয়েকটি তুলসী গাছ রাখুন, মশা দূর হবে

• একটি মোম সয়াবিন তেলে ভিজিয়ে ঘরের বাতি বন্ধ করে জ্বালিয়ে দিন। কিছুক্ষণের মধ্যে মশারা পালাবে

• বৃষ্টির পানি জমে মশা জন্মে। বাড়ির কোথাও পানি জমে গেলে নিজ দায়িত্বে পরিষ্কার করুন

• কয়েকটি রসুনের কোয়া থেতলে পানিতে সেদ্ধ করে সারা ঘরে স্প্রে করে দিলেই মশার যন্ত্রণা থেকে রেহাই পাওয়া সম্ভব।

ডেঙ্গু থেকে নিরাপদে থাকতে আতঙ্কিত না হয়ে সতর্ক হোন। মহামারি করোনার এই সময়ে বাড়ির কারো জ্বর হলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন।

 

খুলনা গেজেট/এনএম




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!