মোংলায় করোনা ভাইরাস সংক্রমণের হার বৃদ্ধি পাওয়ায় স্থানীয় প্রশাসনের জারি করা কঠোর বিধিনিষেধের আজ ষষ্ঠ দিন। অন্যান্য দিনের তুলনায় শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে লোক সমাগম ও পৌর এলাকায় যাত্রীবাহী ভ্যান, অটোরিকশা ছিলো কম। জরুরি প্রয়োজন ছাড়া রাস্তায় সাধারণ লোকজনের চলাচল ছিলো সীমিত।
মোংলা কলেজ মোড় পুলিশ চেকপোস্টে লাইলী বেগম নামে এক ভদ্রমহিলার কাছে ঘর থেকে বের হওয়ার কারণ জানতে চাইলে তিনি বলেন ‘আমি ডাক্তার দেখাতে এসেছিলাম, ডাক্তার দেখিয়ে ওষুধ নিয়ে বাসায় চলে যাচ্ছি যে পরিমাণে মোংলায় করোনা সংক্রমণ বৃদ্ধি পাচ্ছে তাতে করে বাসা থেকে বের না হওয়াই ভালো, তবে বিধি-নিষেধ আরো একটু কড়াকড়ি করা প্রয়োজন।
পৌর শহরের ভ্যানচালক মোহাম্মদ নাসির জানান, অন্যান্য দিনের তুলনায় আজকে শহরে লোকসংখ্যা কম, শুধুমাত্র কিছু রোগীর ভাড়া ছাড়া আজকে তেমন কোনো সাধারণ যাত্রী আসেনি। যদিও তাদের কিছুদিনের জন্য কষ্ট হবে তারপরও সকলের স্বার্থে এই বিধি-নিষেধ সকেলর মেনে চলা উচিত।
মোংলা পৌর এলাকায় করোনা সংক্রমণের হার বৃদ্ধি পাওয়ায় ইউনিয়ন গুলিও এই বিধিনিষেধের আওতায় রয়েছে। তবে গতকাল নির্বাচনী তফসিল ঘোষণার কারণে গ্রামের চায়ের দোকানগুলোতে লোকসমাগম ছিল চোখে পড়ার মতো।
এ সম্পর্কে উপজেলা নির্বাহী অফিসার জনাব কমলেশ মজুমদার বলেন, ইউনিয়ন পর্যায়ে করোনার সংক্রমণ ঠেকাতে সংশ্লিষ্ট ইউনিয়নের চেয়ারম্যানের নেতৃত্বে জনপ্রতিনিধি গ্রাম পুলিশ ও স্বেচ্ছাসেবক নিয়ে টিম গঠন করা হয়েছে। তারা খুব শিগ্রই কাজ শুরু করবে। এবং নির্বাচনী প্রচার প্রচারণা করতে নিষেধ করা হয়েছে।
খুলনা গেজেট/ এস আই