জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী তমা মির্জা গোটা পরিবারসহ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিলেন। গেল ৯ জুলাই করোনা পরীক্ষা করলে পজিটিভ আসে তমার। বর্তমানে তিনি করোনা মুক্ত হয়েছেন। বৃহস্পতিবার (০৬ আগষ্ট) করোনা পরীক্ষা করলে নেগেটিভ আসে।
এদিকে তমা মির্জার পুরো পরিবারও করোনামুক্ত হয়েছে। বর্তমানে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী বাসাতেই রয়েছেন তমা। চলতি মাসের ১১ আগস্ট থেকে শুটিংয়ে অংশ নিবেন। দেশ টিভির অনুষ্ঠান ‘প্রিয় তমার মুখ’ শুটিংয়ের মাধ্যমে আবারো তিনি লাইট-ক্যামেরার সামনে দাঁড়াচ্ছেন। অনুষ্ঠানটি উপস্থাপনা করছেন তিনি।
তমা বলেন, ‘আল্লাহর অশেষ রহমত আর সবার দোয়ায় করোনামুক্ত হয়েছি। আলহামদুলিল্লাহ এখন অনেক ভালো আছি। আগামী ১১ তারিখ থেকে শুটিংয়ে অংশ নেব। এবারের অতিথি থাকছেন জনপ্রিয় চিত্রনায়ক রিয়াজ ভাই। শোক দিবসের বিষয়বস্তু নিয়ে পর্বটি পনেরো আগষ্ট সন্ধ্যা সাড়ে ৭টায় প্রচার হবে।
চিত্রনায়িকা তমা মির্জা ২০১০ সালে ঢালিউডে অভিষেক হয় এম বি মানিকের ‘বলো না তুমি আমার’ সিনেমার মাধ্যমে। ২০১৫ সালে শাহনেওয়াজ কাকলি পরিচালিত ‘নদীজন’ সিনেমায় অভিনয় করে ‘শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রী’ বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন। এছাড়া শাহীন সুমনের ‘মনে বড় কষ্ট’, অনন্ত হীরা পরিচালিত ‘ও আমার দেশের মাটি’, শাহাদাৎ হোসেন লিটনের অহংকার, তুষারের ‘গ্রাস’, সাদাত হোসাইনের গহীনের গান চলচ্চিত্রে উল্লেখযোগ্য ভূমিকায় অভিনয় করেছেন। অভিনয়ের পাশাপাশি বিজ্ঞাপন ও নাটকেও অভিনয় করেন তিনি।
খুলনা গেজেট / এমএম