খুলনা, বাংলাদেশ | ৮ অগ্রহায়ণ, ১৪৩১ | ২৩ নভেম্বর, ২০২৪

Breaking News

  ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

করোনামুক্ত সাবেক ফুটবলার আসলাম

ক্রীড়া প্রতিবেদক

দিনকয়েক আগে করোনাভাইরাস থেকে সুস্থ হয়েছেন সাবেক তারকা ফুটবলার হাসানুজ্জামান বাবলু। এবার করোনা জয় করলেন আরেক তারকা ও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সদস্য শেখ মোহাম্মদ আসলাম। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের আসন্ন নির্বাচনে সিনিয়র সহ-সভাপতি পদে নির্বাচন করছেন তিনি।

গত মাসের শেষ দিকে পরিবারের অন্য সদস্যের সঙ্গে করোনায় আক্রান্ত হয়েছিলেন তিনি। এতদিন আসলাম বাসাতেই চিকিৎসা নিচ্ছিলেন। সোমবার রাতে আবারও পরীক্ষা করালে ফল আসে নেগেটিভ। সপরিবারে করোনা মুক্ত হয়েছেন সাবেক এই ফুটবলার।

করোনামুক্ত হয়ে আসলাম বলেছেন, ‘আল্লাহর রহমতে এখন আগের চেয়ে ভালো আছি। ২১ দিন পর বাসার সবাই এখন করোনামুক্ত। তবে শারীরিক দুর্বলতা আছে। তারপরও আমরা সুস্থ আছি।’

প্রাণঘাতী ভাইরাস থেকে সেরে উঠে সবার জন্য বার্তাও দিয়েছেন সাবেক এই স্ট্রাইকার। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে লিখেছেন, ‘সবাইকে অসংখ্য ধন্যবাদ এই কঠিন সময়ে আমাদের সঙ্গে থাকার জন্য। আসলে আমরা হেরে যাইনি। আমরা লড়েছি প্রাণপনে। তাই সবাই যারা লড়েছিলেন, লড়ছেন বা লড়বেন তাদের বলবো সাহস হারাবেন না, ইনশাআল্লাহ সুস্থ হবেন। চিকিৎসকের পরামর্শ নিন এবং নিয়ম মেনে চলুন, বাকিটা আল্লাহই সাহায্য করবেন। আর বাকিদের বলবো নিজের পরিবারের খেয়াল রাখবেন, তার পাশাপাশি জনসম্মুখে স্বাস্থ্যবিধি মেনে চলবেন।’

ক্লাব ফুটবলে আবাহনী লিমিটেডে বড় সময় কেটেছে আসলামের। সেখানে দাপটের সঙ্গে খেলা ছাড়াও আরেক ঐহিত্যবাহী মোহামেডানেও ছিল তার পদচারণা। এছাড়া ৮০’র দশকে জাতীয় দলে খেলছেন সুনামের সঙ্গে। জাতীয় ক্রীড়া পুরস্কারও পেয়েছেন ২০০০ সালে।

খুলনা গেজেট/এএমআর




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!