খুলনা, বাংলাদেশ | ২৪ পৌষ, ১৪৩১ | ৮ জানুয়ারি, ২০২৫

Breaking News

  জাতীয় নির্বাচনের পাশাপাশি স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি নিতে অন্তবর্তী সরকার
  কাল থেকে বিডিআর বিদ্রোহের আসামীদের বিচার হবে কেরানীগঞ্জ কারাগারে অবস্থিত অস্থায়ী আদালতে : প্রজ্ঞাপন
  উন্নত চিকিৎসার জন্য লন্ডনে খালেদা জিয়া, স্বাগত জানিয়েছেন তারেক রহমান ও জোবাইদা রহমান

করোনায় যুক্তরাষ্ট্রে প্রাণহা‌নি দুই লাখ ছা‌ড়িয়েছে, সংক্রমণে ভারত শীর্ষে

আন্তর্জাতিক ডেস্ক

মহামারি করোনাভাইরাসে বিশ্বের প্রভাবশালী দেশ যুক্তরাষ্ট্রে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা দুই লাখ ছাড়িয়েছে। এখন পর্যন্ত দেশটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২ লাখ ১৭১ জনে। গেল কয়েকদিনের মতোই সংক্রমণ আর প্রাণহানির শীর্ষে ভারত।

একদিনে যুক্তরাষ্ট্রে নতুন করে ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ১ হাজার ১৭১ জন। নতুন করে ৩৫ হাজার ৮৮৭ জন আক্রান্ত হওয়ায় মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৮ লাখের কাছাকাছি।

যুক্তরাষ্ট্রে ভাইরাসে আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি মানুষের মৃত্যু হয়েছে নিউইয়র্কে। অঙ্গরাজ্যটিতে মারা গেছেন ৩৩ হাজারের বেশি মানুষ। আর আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশি ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে।

দেশটিতে হু হু করে আক্রান্ত ও মৃত্যুর হার বাড়ার কারণকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ব্যর্থ লকডাউনের পরিকল্পনার নীতিকেই দায়ী করছেন দেশটির বিশেষজ্ঞরা।

করোনাভাইরাস যখন যুক্তরাষ্ট্রে তাণ্ডব চালাচ্ছে তখনই ব্যবসা-প্রতিষ্ঠান, রেস্টুরেন্ট, পানশালাসহ সব কিছুই পুনরায় খুলে দিয়েছেন ট্রাম্প। এতে সংক্রমণের হার বেড়েই চলছে।

এদিকে, ভারতে আক্রান্তের সংখ্যা ৫০ লাখ ছাড়িয়েছে। একদিনে আক্রান্ত হয়েছেন ৯১ হাজারের বেশি মানুষ। আর এখন পর্যন্ত মৃতের সংখ্যা ৮২ হাজার ছাড়িয়েছে। গেল কয়েকদিনের মতোই সংক্রমণ আর প্রাণহানির শীর্ষে ভারত। একদিনে দেশটিতে ১২৩৮ জনের প্রাণ গেছে কোভিড নাইনটিনে। মোট মৃত্যু ছাড়িয়েছে ৮২ হাজার। ৯১ হাজারের বেশি নতুন সংক্রমণ শনাক্তে মোট আক্রান্তের সংখ্যা ৫০ লাখ ছাড়িয়ে গেছে। অন্যদিকে, আবারও প্রাণহানি বেড়েছে ব্রাজিলেও। একদিনে ব্রাজিলে প্রাণ গেছে ১০৯০ জনের।

খুলনা গেজেট/এআইএন




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!