করোনাভাইরাসে আক্রান্ত হয়ে যমুনা টেলিভিশনের চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি আরিফুল ইসলাম ডালিম মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বৃহস্পতিবার (১২ আগস্ট) দুপুরে ঢাকায় নেওয়ার পথে তিনি মারা যান।
যমুনা টেলিভিশনের খুলনা বিভাগীয় প্রতিনিধি কনক রহমান জানান, ডালিম দীর্ঘদিন অসুস্থ ছিলেন। এ অবস্থায় ২৩ জুলাই তিনি করোনা পজিটিভ হন। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় ২৭ জুলাই তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১১ আগস্ট রাতে শারীরিক অবস্থার আরও অবনতি হয়। এ কারণে উন্নত চিকিৎসার জন্য ১২ আগস্ট ভোরে তাকে ঢাকার উদ্দেশ্যে নেয়া হয়। সকাল পৌনে ১০ টার দিকে সাভারের আমিন বাজার এলাকায় পৌঁছালে এম্বুলেন্সেই তার মৃত্যু হয়। এ অবস্থায় তাকে সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। সকাল ১০টার দিকে সেখানের চিকিৎসকরা ডালিমকে মৃত ঘোষণা করেন।
তিনি জানান, প্রয়োজনীয় কাজ শেষে বিকাল সাড়ে ৪টার দিকে ডালিমের মরদেহ নিয়ে পরিবারের সদস্যরা চুয়াডাঙ্গার উদ্দেশ্যে রওনা হন। আরিফুল ইসলাম ডালিম যমুনা টেলিভিশনসহ দৈনিক দেশ রুপান্তর ও ইউএনবি’র চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
খুলনা গেজেট/এনএম