করোনায় আক্রান্ত হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। বৃহস্পতিবার হোয়াইট হাউজ এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।
এতে জানানো হয়েছে, ৭৯ বছর বয়সী প্রেসিডেন্টের করোনায় আক্রান্তের উপসর্গগুলো হালকা। হোয়াইট হাউজে আইসোলেশনে থেকেই তিনি তার সরকারি কাজ চালিয়ে যাবেন।
হোয়াইট হাউজ বলেছে, ‘তিনি সম্পূর্ণভাবে টিকা পেয়েছেন এবং দুবার বুস্টার ডোজ পেয়েছেন। তিনি খুব হালকা উপসর্গ অনুভব করছেন। সিডিসির নির্দেশনা মেনে তিনি হোয়াইট হাউজে আইসোলেশনে থাকবেন এবং ওই সময়ের মধ্যে তার সব দায়িত্ব পুরোপুরি পালন করতে থাকবেন।’
হোয়াইট হাউজ আরও জানিয়েছে, প্রেসিডেন্ট বাইডেন ফাইজারের অ্যান্টি-কোভিড পিল প্যাক্সলোভিড সেবন করেছিলেন।