প্রভু তোমায় খুঁজি আমি নিরাশ আঁধারে, নিয়ত সালাতে
সকলি করুণা পেতে আঁখি নীরে।
পার্থিব জীবনের সকল সুখ, ‘তোমারই নাম স্বরণে’, নাম
জপগুনে।
সকল দুঃখ ভুলি নিরবধি আরাধনে, গভীর রজনী উপাসনে
মুনাজাতে আকুল হয়ে কায়মনে।
নূর নবীজির (সা:) আদর্শ প্রেমে আকুলতায় হৃদয় গহনে
আলোকিত মন, সংসার যাপনে।
হজ্জের পূর্ণ সাফল্য দিও, আমার সকল ত্রুটি, গোনাহর
ক্ষমাগুণে।
মনের বাসনা কবুল করো, মকসুদ করো পূর্ণ, সাফল্য
দিও জীবনে, স্থান দিও পরপারে বেহেশত সুখদ কাননে।
তাওয়াফে, সালাতে, মক্কা মদীনা জিয়ারতে, শতো
প্রার্থনায়, আরাফাত, মোজদালিফা ময়দানে, সেই দিন
শান্তির বারতা যেনো খুঁজে পাই হজ্জ সমাপনে।
এ পার্থিবে সুখের হাসিতে রাখো সদা সৎকর্ম
গুণে, শতো আকুলতা, ব্যাকুলতাভরা বিমুগ্ধ নয়নে।
নবীজির ভালোবাসায় সদা থাকি উজ্জীবিত, আলোকিত মনে।
অজানা পাপের করো ক্ষমা, অনুগ্রহ করো
আমার সকল ভুলের, কোন ক্ষণের। বাঁচতে চাই
ত্রুটিমুক্ত জীবনে। মাহে রমজানে, সংযমে।
সুখময় জীবন দিও অন্তিমে, জান্নাত কাননে,
-সুন্দর গালিচাপাতা মখমলে।
হৃদয়ে জ্বালিও সদা জ্ঞানের আলো কুরআন
হাদীসের অর্থ বুঝার পরম জ্ঞানে।
ঊষার সূর্যোদয় রঙিন আভা কিরণে, প্রভাতে
ছড়িয়ে দিও হৃদয়ে আলোর কণা, ইসলামী জ্ঞান উজ্জীবনে।
অনির্বাণ শিখা জ্বালিও, আসমানী কিতাবের জ্ঞানে,
দুঃখ দহন নিরসনে অনাড়ম্বর জীবন চাই,
পবিত্রতায় সংসার জীবনে-নিত্য উপাসনে।
পরম ভক্তি শ্রদ্ধায় আনত করি মুখ, পরম স্নেহের
ছায়ায় পিতামাতার চরণে।
সবুজ বৃক্ষ ছায়ায়-প্রবাহিত ঝর্ণাধারা –
প্রস্রবনে, পরকালে রাখিও শান্তি সুষমায়
জান্নাতুল-ফেরদাউস, সুখের কাননে। অন্তিম
শয়নে।
খুলনা গেজেট/এনএম