খুলনা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত কয়রা উপজেলার শিক্ষার্থীদের সংগঠন কয়রা ম্যানগ্রোভ ফ্যামিলি অব খুলনা ইউনিভার্সিটির উদ্যোগে আজ শনিবার ব্লু অর্কিড ফুড কোর্ট, সোনাডাঙ্গায় ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের সভাপতি মোঃ আজিজুল ইসলাম এর সভাপতিত্বে দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনটির প্রধান উপদেষ্টা খুবির ভারপ্রাপ্ত রেজিস্ট্রার প্রফেসর ড. এস. এম. মাহবুবুর রহমান।
বিশেষ অতিথি ছিলেন সংগঠনটির উপদেষ্টা পূবালী ব্যাংকের সিনিয়র অফিসার মোঃ রফিকুল ইসলাম, রুপালী ব্যাংকের সিনিয়র প্রিন্সিপাল অফিসার আব্দুল্লাহ আল মামুন সবুজ, নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটি, খুলনা’র বোর্ড অব ট্রাস্টি মোঃ আজিজুল হক, খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রভাষক কারিমুন নেছা। এছাড়া আরও উপস্থিত ছিলেন সংগঠনের এ্যালামনাই বৃন্দ, সাবেক নেতৃবৃন্দ এবং সদস্যবৃন্দ।
বক্তারা ইফতারপূর্ব শুভেচ্ছা বক্তব্য রাখেন এবং সংগঠনের ভবিষ্যৎ নিয়ে বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনটির সাধারণ সম্পাদক মোঃ ইমাম হোসেন। স্বাগত বক্তব্য রাখেন ইংরেজি ডিসিপ্লিনের আবু ওয়াকিদ সাবির । দোয়া পরিচালনা করেন বাংলা ডিসিপ্লিনের শফিউল ইসলাম।
খুলনা গেজেট/ টিএ