খুলনার কয়রা উপজেলার আমাদি ইউনিয়নের হুদুবুনিয়া গ্রাম থেকে ৮ কেজি হরিণের মাংসসহ দুইজনকে আটক করেছে পুলিশ।
বুধবার রাত আনুমানিক আড়াইটার দিকে হুদুবুনিয়া গ্রামের প্রভাশ মন্ডলের বসত বাড়ি থেকে ৮ কেজি হরিণের মাংস উদ্ধার করা হয়। এসময় ২ জনকে আটক করে পুলিশ।
আটককৃতরা হলেন হুদুবুনিয়া গ্রামের বিমল কৃষ্ণ মন্ডলের পুত্র প্রভাশ মন্ডল (৪৮) ও অসিত কুমার সানার পুএ দেবদাস সানা (২০)।
জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার দিনগত রাত আনুমানিক আড়াইটার দিকে আমাদী পুলিশ ক্যাম্পের এসআই মনির হাওলাদার ও এএসআই মোঃ আব্বাস উদ্দিন সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে ৮ কেজি হরিণের মাংসসহ দুইজনকে আটক করে।
আমাদী পুলিশ ক্যাম্পের ইনচার্জ মোঃ মনির হাওলাদার বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গভীর রাতে ফোর্স নিয়ে অভিযান চালিয়ে ৮ কেজি হরিণের মাংসসহ দুইজনকে আটক করি। আটককৃতদের বিরুদ্ধে কয়রা থানায় বন আইনে মামলা রুজু করার প্রস্তুতি চলছে এবং উদ্ধারকৃত হরিণের মাংস আদালতের নির্দেশে মাটিতে পুতে বিনষ্ট করার প্রস্তুতি চলছে।
খুলনা গেজেট/এনএম