খুলনা, বাংলাদেশ | ৯ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ | ২২শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

Breaking News

  খুলনার ফুলতলা উপজেলায় সুমন মোল্লা নামের একজনকে গুলি করে হত্যা
  সাগর-রুনি হত্যা মামলার নথি পুড়ে যাওয়ার তথ্য সঠিক নয় : ডিএমপি
  মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা এ টি এম আজহারুল ইসলামের আপিল শুনানি ৬ মে পুনর্নির্ধারণ

কয়রায় হরিণের মাংস উদ্ধার

কয়রা প্রতিনিধি

খুলনার কয়রায় কোষ্ট গার্ড ও বন বিভাগের যৌথ অভিযানে ৬ কেজি হরিণের মাংস উদ্ধার করা হয়েছে। শনিবার সন্ধ্যা আনুমানিক ৭ টার দিকে মহেশ্বরীপুর সরদারপাড়া হারুনের বাড়ির সামনে থেকে হরিণের মাংস উদ্ধার করা হয়। এসময় বন বিভাগ ও কোষ্ট গার্ড উপস্থিত দেখে হারুন নদীতে ঝাঁপ দিয়ে পালিয়ে যায়।

কয়রা টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ ফারুকুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে কোষ্ট গার্ড ও বন বিভাগের যৌথ অভিযান চালিয়ে মহেশ্বরীপুর গ্রামের সন্ত্রাসী হারুনের বাড়ির সামনে থেকে হারুনের হাত থেকে ফেলে যাওয়া একটা প্লাস্টিকের ব্যাগ থেকে আনুমানিক ছয় কেজি হরিণের মাংস উদ্ধার করা হয়। এ সময় হারুনকে ধাওয়া দিলে সে নদীতে ঝাঁপ দিয়ে পালিয়ে যায়। আজ রবিবার আদালতের মাধ্যমে উদ্ধারকৃত হরিণের মাংস মাটিতে পুতে নষ্ট করা হয়। এ বিষয়ে বন আইনে মামলা দায়ের করা হবে।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!