খুলনার কয়রায় বন বিভাগ ও কোষ্ট গার্ডের যৌথ অভিযানে ৬ কেজি ৫০০ গ্রাম হরিণের মাংসো উদ্ধার করা হয়েছে। এসময় একজনকে আটক করা হয়। আটকৃত ব্যাক্তি হলেন আংশিক গোলখালী গ্রামের আফতাব মোড়লের পুএ মোঃ আলমগীর মোড়ল। বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় সরকারি পুকুর পাড় আংশিক গোলখালী এলাকায় অভিযান চালিয়ে হরিণের মাংসো সহ একজন আটক করা হয়।
সুন্দরবন পশ্চিম বন বিভাগের কোবাদক ফরেস্ট ষ্টেশন কর্মকর্তা মোঃ আনোয়ার হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে বন বিভাগ ও কোষ্ট অভিযানে চালিয়ে সরকারি পুকুর পাড় আংশিক গোলখালি এলাকায় সন্ধ্যা ৫ টা ৪৫ মিনিটে ৬ কেজি ৫০০ গ্রাম হরিণের মাংসো সহ ১ জনকে আটক করা হয়েছে। উদ্ধারকৃত হরিণের মাংসো শুক্রবার আদালতের মাধ্যমে আদালত চত্বরে মাটিতে পুতে বিনষ্ট করা হয়েছে। আটক ব্যাক্তির বিরুদ্ধে বন আইনে মামলা দায়ের করা হয়েছে। আদালত তাকে জেল হাজতে পাঠিয়েছে।
খুলনা গেজেট/এমএম