খুলনার কয়রা উপজেলার মহারাজপুর ইউনিয়নের মেঘেরআইট গ্রামে মৃত ইসলাম গাজীর পুএ মোঃ শাহরিয়ারের বসত বাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে আগুনে পুড়ে ২টি ঘর ছাই হয়ে গেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করেন ফায়ার সার্ভিস ও স্থানীয়রা।
শনিবার (২২ শে ফেব্রুয়ারি) রাত আনুমানিক ৮ ঘটিকার দিকে মেঘের আইট গ্রামে এ ঘটনা ঘটেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, মেঘের আইট গ্রামে শাহরিয়ার হোসেনের বসতবাড়িতে আগুন দেখতে পেয়ে গ্রামবাসী ছুটে এসে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে এ সময় ফায়ার সার্ভিসের কর্মীরা ও উপস্থিত হয়। প্রায় এক ঘণ্টা সময় ধরে কাজ করায় আগুন নিয়ন্ত্রণে আসে। আগুনে তাদের বসতবাড়ির দুইটি ঘর পুড়ে ছাই হয়ে যায় এবং ঘরের ভিতর থাকা সকল মালামাল সবকিছু পুড়ে ছাই হয়ে যায়। এতে আনুমানিক ৩ লাখ টাকার মালামাল ক্ষতিগ্রস্থ হয়েছে।
আগুনে ক্ষতিগ্রস্থ শাহরিয়ার হোসেন বলেন, আগুনে পুড়ে আমাদের সবকিছু শেষ হয়ে গেছে। তিনি সমাজের বিত্তবানদের কাছে সাহায্য দাবি করেন।
কয়রা ফায়ার সার্ভিসের টিম লিডার মোঃ আব্দুস সালাম বলেন, আমি মুঠোফোনে খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট নিয়ে ঘটনাস্থলে উপস্থিত স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণ করি।
তিনি আরও বলেন, বৈদ্যুতিক শর্ট-সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিক ধারণা করা হচ্ছে। এতে তিন লাখ টাকার মালামাল ক্ষতিগ্রস্ত হয়েছে।
খুলনা গেজেট/এনএম