কয়রায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সঞ্জয় মন্ডল (৪০) এক ব্যক্তির মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার( ৬ জুলাই) উপজেলার মহেশ্বরীপুর ইউনিয়নের মহেশ্বরীপুর গ্রামের ডাক্তারাবাদ বুনরানী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পাশে। তিনি মৃত্যু সুধির মন্ডলের পুত্র।
গ্রাম পুলিশ রাজা গাজী ঘটনার সত্যতা শিকার করে বলেন, নিহত সঞ্জয় মন্ডল আজ দুপুর ২টার দিকে গোসল শেষে পানি গায়ে তার ঘরে টেবিল ফ্যানের প্লাগ লাগাতে যেয়ে বিদ্যুতস্পৃষ্ট হন। তাৎক্ষণিক তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথে তিনি মারা যান।
খুলনা গেজেট/কেএম