খুলনার কয়রা উপজেলার ঘুগরাকাটী ফাজিল ডিগ্রী মাদ্রাসার ছাত্র-ছাত্রীদের উদ্যোগে বৃহস্পতিবার বেলা ১১ টায় ঘুগরাকাটি বাজারে মেধাবী শিক্ষার্থী ও ক্লাস মনিটর হাবিবা সুলতানা টুনি ও তার বাবা-মা`র হত্যার বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। এ সময় হাবিবা সুলতানা টুনির সহপাঠীরা শোকে ভেঙে পড়ে।
মানববন্ধনে মাদ্রাসার শিক্ষক ও ছাত্র-ছাত্রীদের বক্তৃতায় হাবিবা সুলতানা টুনি ও তার বাবা-মা’র হত্যাকারীদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। এছাড়া এ ধরণের ঘটনা যাতে কয়রায় আর না ঘটে সেদিকে খেয়াল রাখতে প্রশাসনের প্রতি অনুরোধ করেছেন।
এ সময় বক্তৃতা করেন সহকারী অধ্যাপক মাওলানা সুজাউদ্দীন, আরবী প্রভাষক মাওলানা আশরাফুল আলম, গভর্নিং বডির সহ-সভাপতি মাওলানা ওসমান গনি, শিক্ষার্থী জাহিদ হাসান, আমিনা সুলতানা প্রমুখ।
উল্লেখ্য, কয়রায় বাগালী ইউনিয়ন পরিষদের পাশে বসবাসকারী মৃত আব্দুল মাজেদ গাজীর পুকুরে মঙ্গলবার (২৬ অক্টোবর) সকালে লাশ ভাসতে দেখে এলাকাবাসি পুলিশকে জানায়। পুলিশ ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে। নিহতদের শরীরে ধারালো অস্ত্র দিয়ে আঘাতের চিহ্ন দেখা যায়।
নিহতরা হলেন, বামিয়া গ্রামের মৃত আব্দুল মাজেদ গাজীর পুত্র হাবিবুল্লাহ গাজী (৩৩), তার স্ত্রী বিউটি খাতুন (২৫) ও একমাত্র কন্যা হাবিবা খাতুন টুনি (১৩)। হাবিবুর পেশায় দিনমজুর, তার স্ত্রী গৃহিনী ও একমাত্র মেয়ে হাবিবা খাতুুন টুনি ঘুগরাকাটী ফাজিল ডিগ্রী মাদ্রাসার ৬ষ্ট শ্রেণির শিক্ষার্থী। হাবিবা ওই মাদ্রাসার ৬ষ্ঠ শ্রেণির ক্লাস মনিটর ছিলেন।
খুলনা গেজেট/এনএম/ টি আই