কয়রায় ওএমএস ও খাদ্য বান্ধব ডিলার নিয়োগ উন্মুক্ত লটারি স্থগিত করেছে উপজেলা নির্বাহী অফিসার। রবিবার (১৩ জুলাই) বেলা ১১ টায় উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের আয়োজনে উপজেলা পরিষদ হল রুমে এই উন্মুক্ত লটারি অনুষ্ঠিত হয়।
এসময় লটারিতে অংশগ্রহণকারী ডিলাররা বলেন, বিগত আওয়ামী লীগ সরকারের আমলে যারা ডিলার নিয়োগ পেয়েছিলো তারাও আবার আবেদন করেছে। এটা আমরা মেনে নিবো না এসময় অন্যান্য ডিলাররা একমত পোশন করায় উন্মুক্ত লটারি স্থগিত করা হয়।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার রুলী বিশ্বাস, কৃষি অফিসার সঞ্জয় কুমার, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মামুনার রশীদ, উপজেলা খাদ্য নিয়ন্ত্রণ দেবপ্রসাদ দাস, খাদ্য গুদাম কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম।
এ সময় বক্তব্য রাখেন কয়রা বাজারের ব্যবসায়ী মোঃ ইছানুর রহমান ও জায়গীর মহল বাজারের ব্যবসায়ী মোঃ আছাফুর রহমান।
খুলনা গেজেট/এনএম