খুচরা বাজারে কমেছে আলুর দাম, অপরিবর্তিত রয়েছে কাঁচা মরিচ এবং পেঁয়াজের মূল্য। শীতকালীন সবজি শালগম, বাধাকপির দাম কমলেও বেড়েছে ফুলকপি, টমেটো এবং শিমের দাম।
শুক্রবার (২৫ ডিসেম্বর) সরেজমিনে খুলনার গল্লামারী কাঁচা বাজারে গিয়ে দেখা যায়, নতুন আলু প্রতি কেজি ৪০ টাকা দরে বিক্রি হচ্ছে যা গত সপ্তাহে বিক্রি হয়েছে ৫০ টাকা কেজি দরে। উচ্চমূল্যে স্থিতিশীল রয়েছে কাঁচা মরিচ এবং দেশি পেঁয়াজের দর। গত সপ্তাহের ন্যায় এ সপ্তাহেও কাঁচা মরিচ কেজি প্রতি ১০০ টাকা এবং দেশি পেঁয়াজ কেজি প্রতি ৬০ টাকায় বিক্রি হচ্ছে। তবে আমদানীকৃত পেঁয়াজের দাম কিছুটা কমেছে।
জিরো পয়েন্টের বাসিন্দা সাগর শেখ জানান, “শীতের সবজির দাম একটু কম তাছাড়া সব কিছুর দামই বাড়তি। পেঁয়াজ মরিচ ছাড়াতো ভাই রান্না করা যায় না। এগুলোর দাম কমবে কবে !”
শীতকালীন সবজি ফুলকপি, টমেটো, শিমের দাম আগের তুলনায় বৃদ্ধি পেয়েছে। ফুলকপির আগের সপ্তহের দাম কেজি প্রতি ১৫/২০ টাকা থাকলেও এ সপ্তাহে বিক্রি হচ্ছে ২৫ টাকা কেজি দরে। শিম ও টমেটো কেজি প্রতি যথাক্রমে ১০ ও ২০ টাকা করে বৃদ্ধি পেয়ে এ সপ্তাহে বিক্রি হচ্ছে ৩০ ও ৬০ টাকায়। তবে বাধাঁকপি ও শালগমের দাম কেজিতে ৫ টাকা কমে হয়েছে ১৫ টাকা।
সবজি বিক্রেতা তৈয়েব বলেন, আমরা বেশি লাভে মাল বেঁচি না। পাইকারি কেনা দামের উপর সামান্য লাভেই মাল ছেড়ে দেই। পাইকাররা দাম বেশি রাখলে আমাদের কি করার আছে বলেন !”
সবজি কিনতে এসে পারভীন বেগম বলেন, “শীতকালেও যদি তরকারির দাম না কমে তাহলে কমবে কবে। সব সময় দেখি দাম বাড়ে কমে তো আর না।”
খুলনা গেজেট /এমএম