খুলনা মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এম ডি এ বাবুল রানা বলেছেন, আওয়ামী লীগ দেশের গণমানুষের জন্য রাজনীতি করে। আমাদের নেত্রী জাতির পিতা বঙ্গবন্ধু কন্যা জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ পরিচালনার দায়িত্ব পাওয়ার পর দেশের সাধারণ খেটে খাওয়া মানুষের, শ্রমিক, কৃষকদের যাতে কষ্ট না হয়, সেজন্য নানা ধরণের পদক্ষেপ গ্রহণ করেছেন। আমরা মনে করি, খেটে খাওয়া মানুষ হচ্ছে আওয়ামী লীগের প্রাণ। তারা যুগ যুগ ধরে সমর্থন দিয়ে আওয়ামী লীগকে বাঁচিয়ে রেখেছে, টিকিয়ে রেখেছে, আওয়ামী লীগ দেশের বৃহত্তর দলে রূপান্তরিত হয়েছে, গণমানুষের দলে রূপান্তরিত হয়েছে। তিনি আরো বলেন, কমিটিতে তৃণমূলের পরীক্ষিত, নিবেদিত ও দুঃসময়ে যারা পাশে ছিলেন সেসব কর্মীদের জায়গা দিতে হবে। অসৎ সুযোগসন্ধানী ও সুদিনের মৌমাছির মতো যারা দলে ভিড়েছে- তাদের কোনমতেই কমিটিতে স্থান দেওয়া হবে না। তৃণমূলের নেতা কর্মীরাই শেখ হাসিনার স্পন্দন। তৃণমূল সংগঠন শক্তিশালী হলে শেখ হাসিনার হাত আরো শক্তিশালী হবে। তাই শেখ হাসিনার হাতকে আরো শক্তিশালী করতে হলে তৃণমূল পর্যায়ে সংগঠনকে আরো শক্তিশালী করতে হবে।
বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টায় নগরীর ১০নং ওয়ার্ডে খুলনা মহানগর কৃষক লীগের উদ্যোগে আয়োজিত ওয়ার্ড ভিত্তিক কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভায় প্রধান বক্তা হিসেবে বক্তৃতা করেন কৃষক লীগের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা শরীফ আশরাফ আলী। সভায় সভাপতিত্ব করেন মহানগর কৃষক লীগের আহ্বায়ক এ্যাড. একেএম শাহজাহান কচি।
এসময়ে অন্যান্যদের মধ্যে বক্তৃতা করেন খুলনা মহানগর আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক শেখ আনোয়ার হোসেন, দপ্তর সম্পাদক মোঃ মুন্সি মাহবুব আলম সোহাগ, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক শেখ ফারুক হাসান হিটলু, কৃষক লীগ কেন্দ্রীয় কমিটির সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক হালিমা রহমান, সহ প্রচার ও প্রকাশনা সম্পাদক নুরুল ইসলাম বাদশা, মহানগর আওয়ামী লীগের নির্বাহী সদস্য ও খালিশপুর থানা আওয়ামী লীগের সভাপতি এ কে এম সানাউল্লাহ নান্নু, সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম বাশার, নির্বাহী সদস্য এস এম আকিল উদ্দিন, কাউন্সিলর কাজী তালাত হোসেন কাউট, ১০নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি কাজী সারাফাত হোসেন প্যারেট, সাধারণ সম্পাদক মো. ইমরুল ইসলাম। সভা পরিচালনা করেন মহানগর কৃষক লীগের সদস্য সচিব অধ্যা. এ বি এম আদেল মুকুল।
এ সময়ে উপস্থিত ছিলেন, মহানগর কৃষক লীগ নেতা কানাই রায়, এস এম শাহিদুল ইসলাম টিটু, আবু বক্কর সিদ্দিকী বাবুল, অনিক রায়, বাবুল হোসেন, আবু হাসান সহ ওয়ার্ড আওয়ামী লীগ নেতৃবৃন্দ।
কর্মী সভায় মো: শহিদুল ইসলামকে আহ্বায়ক ও মোঃ শহিদুল ইসলাম ধলুকে সদস্য সচিব করে ২৩ সদস্যের ১০নং ওয়ার্ড কৃষক লীগের আহ্বায়ক কমিটি গঠন করা হয়।
খুলনা গেজেট/ টি আই