খুলনা, বাংলাদেশ | ১ মাঘ, ১৪৩১ | ১৫ জানুয়ারি, ২০২৫

Breaking News

  ফেনীতে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত নারী নিহত
  জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় দণ্ড থেকে খালাস পেলেন খালেদা জিয়া
  বাংলাদেশি আর্থিক কেলেঙ্কারিতে মন্ত্রীর পদ ছাড়লেন টিউলিপ

কমলা হ্যারিস-মার্ক জাকারবার্গের ওপর রাশিয়ার ভ্রমণ নিষেধাজ্ঞা

আন্তর্জা‌তিক ডেস্ক

মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস এবং ফেসবুকের সহপ্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করেছে রাশিয়া। এ ছাড়া যুক্তরাষ্ট্র ও কানাডার বেশ কিছু বিশিষ্ট ব্যক্তির ওপরেও একই নিষেধাজ্ঞা জারি করেছে রাশিয়া। মস্কোর বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের পালটা জবাবে এমন পদক্ষেপ নিয়েছে রাশিয়া।

বার্তা সংস্থা এএফপির বরাতে সংবাদমাধ্যম ফ্রান্স২৪ এ খবর জানিয়েছে।

রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের ২৯ এবং কানাডার ৬১ নাগরিকের ওপর আরোপ করা এ ভ্রমণ নিষেধাজ্ঞা অনির্দিষ্টকাল পর্যন্ত বলবৎ থাকবে। এসব ব্যক্তিদের মধ্যে উভয় দেশের প্রতিরক্ষা কর্মকর্তা, ব্যবসায়ী নেতা ও সাংবাদিকেরাও রয়েছেন। মার্কিন প্রতিরক্ষা কর্মকর্তাদের মধ্যে রয়েছেন পেন্টাগন মুখপাত্র জন কিরবি ও ডেপুটি প্রতিরক্ষামন্ত্রী ক্যাথলিন হিকস।

কানাডার নাগরিকদের তালিকার অগ্রভাগে রয়েছেন প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর যোগাযোগ বিষয়ক পরিচালক হিসেবে দায়িত্ব পালন করা ক্যামেরন আহমেদ এবং কানাডার স্পেশাল অপারেশনস ফোর্সেস কমান্ডার স্টিভ বইভিন।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, যুক্তরাষ্ট্র ও কানাডার ‘রাশিয়াবিদ্বেষী’ নীতিমালা প্রণয়নে জড়িত লোকজনদের নিষেধাজ্ঞার তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে।

এর আগে মার্ক জাকারবার্গের মালিকানাধীন ফেসবুক ও ইনস্টাগ্রামের কার্যক্রম রাশিয়ায় নিষিদ্ধ করা হয়। মস্কো এ দুই সামাজিক যোগাযোগমাধ্যমকে ‘চরমপন্থি’ হিসেবে আখ্যা দিয়েছে।

খুলনা গেজেট/ এস আই




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!