খুলনা, বাংলাদেশ | ২৫ পৌষ, ১৪৩১ | ৯ জানুয়ারি, ২০২৫

Breaking News

  জাতীয় নির্বাচনের পাশাপাশি স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি নিতে অন্তবর্তী সরকার
  কাল থেকে বিডিআর বিদ্রোহের আসামীদের বিচার হবে কেরানীগঞ্জ কারাগারে অবস্থিত অস্থায়ী আদালতে : প্রজ্ঞাপন
  উন্নত চিকিৎসার জন্য লন্ডনে খালেদা জিয়া, স্বাগত জানিয়েছেন তারেক রহমান ও জোবাইদা রহমান

কমরেড রতন সেনের ২৮তম হত্যাবার্ষিকী আজ

নিজস্ব প্রতিবেদক

উপমহাদেশের প্রখ্যাত কমিউনিস্ট নেতা, ব্রিটিশ বিরোধী আন্দোলন ও মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)’র খুলনা জেলার সাবেক সভাপতি কমরেড রতন সেন-এর ২৮তম হত্যাবার্ষিকী আজ।

এ উপলক্ষে সিপিবি’র উদ্যোগে শুক্রবার (৩১জুলাই) বিকেল সাড়ে ৩টায় জেলা ও মহানগর কার্যালয় চত্বরে জমায়েত, নগরীতে লাল পতাকার মিছিল এবং ডিসি অফিসের সামনে মূল সড়কে অবস্থিত কমরেড রতন সেন-এর স্মৃতি স্তম্ভে শ্রদ্ধার্ঘ্য নিবেদন ও সমাবেশ অনুষ্ঠিত হবে। এছাড়াও ছাত্র ইউনিয়ন, যুব ইউনিয়ন, টিইউসি, কৃষক সমিতি, সিপিবি নারীসেল, ক্ষেত মজুর সমিতি, উদীচী, খেলাঘর আসর, রতন সেন পাবলিক লাইব্রেরীসহ বিভিন্ন প্রগতিশীল গণসংগঠন ও রাজনৈতিক দলের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হবে।
উল্লেখ্য, ১৯৯২ সালের এদিনে তাঁকে প্রকাশ্য দিবালোকে ডিসি অফিসের সামনের সড়কে নৃশংসভাবে হত্যা করে আততায়ীরা।

খুলনা গেজেট/এআইএন




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!