উপমহাদেশের প্রখ্যাত কমিউনিস্ট নেতা, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) কেন্দ্রীয় কমিটির সম্পদকম-লীর সাবেক সদস্য ও খুলনা জেলা সাবেক সভাপতি কমরেড রতন সেনের ৩১তম হত্যাবার্ষিকী সোমবার (৩১ জুলাই)।
১৯৯২ সালে এ দিনে খুলনা ডিসি-এসপি অফিসের সামনে সাম্প্রদায়িক ও প্রতিক্রিয়াশীল গোষ্ঠী এই মনীষীকে ছুরিকাঘাতে নির্মমভাবে প্রকাশ্য দিবালোকে হত্যা করে। অত্যন্ত পরিতাপের বিষয় ৩১টি বছর পরও কোনো সরকার এই নির্মম হত্যাকাণ্ডের বিচার করেনি। এ মহান বিপ্লবীর জন্ম ১৯২৩ সালের ৩ এপ্রিল বরিশাল জেলার উজিরপুরে। দৌলতপুর মহসিন প্রাথমিক বিদ্যালয়ে হাতে খড়ি ও ১৯৩৮ সালে মহসীন হাই স্কুল থেকে মেট্রিক পাস করেন। ১৯৪০ সালে দৌলতপুর কলেজ থেকে ইন্টারমিডিয়েট পাস করে বিএ (অনার্স) ইংরেজিতে ভর্র্তি হন। কলেজে ছাত্র ধর্মঘটে সক্রিয় অংশগ্রহণ করায় তিনি গ্রেফতার হন এবং জেলে বসে পরীক্ষায় ১৯৪২ সালে ডিসটিংশনসহ বিএ পাস করেন। মহসিন হাই স্কুলে পড়ার সময় বড়দাদা মোহিত সেনের হাত ধরে রাজনীতির হাতে খড়ি। ১৯৩৬ সালে বিশ্ব ছাত্র ফেডারেশনের সাধারণ সম্পাদক জেমস কলুগম্যান ভারতে আসেন এবং ভারতীয় ছাত্র ফেডারেশন গঠন করেন। রতন সেন ঐ সংগঠনে সক্রিয়ভাবে যুক্ত হন। ছাত্রাবস্থায় প্রমথ ভৌমিক, ভবানী সেনগুপ্ত প্রমুখ কমিউনিস্ট নেতৃবৃন্দের সংস্পর্শে এসে কমিউনিস্ট পার্টির সাথে যুক্ত হন। ১৯৪২ সালে জেল থেকে ছাড়া পাওয়ার পর তিনি কমিউনিস্ট পার্টির সদস্য পদ লাভ করেন। ১৯৪৭ সালে দেশ ভাগের পর পরিবারের সকলে দেশত্যাগ করলেও তিনি চলে যাননি মাটির টানে। কমরেড রতন সেন মার্কসবাদী প-িত ছিলেন। চিরায়ত মাকর্সীয় সাহিত্যের বাইরে সমসাময়িক নানা বিষয় নিয়ে তিনি লেখালেখি ও অনর্গল কথা বলতে পারতেন। তিনি কৃষক সমিতি কেন্দ্রীয় কমিটির সদস্য ও খুলনা জেলা কমিটির সভাপতি ছিলেন। ছাত্র জীবন শেষে তিনি বটিয়াঘাটার বয়ারভাঙ্গা স্কুলে শিক্ষকতা পেশা শুরু করেন। পরিবর্তীতে রূপসা থানা আজগড়া হাই স্কুলে প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করেন। তাঁর রাজনৈতিক জীবনে তিনি ২৩ বছর আত্মগোপন ও জেলে ছিলেন।
এই মহান নেতার ৩১তম হত্যাবার্ষিকীতে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) খুলনা জেলার উদ্যোগে শহীদ হাদিস পার্কে বিকেল ৪টায় বিচারের দাবীতে সমাবেশ ও লাল পতাকার মিছিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পার্টি সাধারণ সম্পাদক কমরেড রুহিন হোসেন প্রিন্স। হত্যাবার্ষিকী উপলক্ষে ডিসি অফিসের সম্মুখে কমরেড রতন সেন-এর বেদীতে পুষ্পমাল্য অর্পণ করে শ্রদ্ধা জ্ঞাপন করা হবে। শ্রদ্ধা নিবেদন করবেন কমিউনিস্ট পার্টি, কৃষক সমিতি, টিইউসি, যুব ইউনিয়ন, ছাত্র ইউনিয়ন, উদীচী, কমরেড রতন সেন কলেজিয়েট গার্লস স্কুল, রতন সেন পাবলিক লাইব্রেরীমগ বিভিন্ন সংগঠন।
খুলনা গেজেট/কেডি