খুলনা, বাংলাদেশ | ২৬ পৌষ, ১৪৩১ | ১০ জানুয়ারি, ২০২৫

Breaking News

  আন্তর্জাতিক ক্রিকেট থেকে তামিম ইকবালের অবসর ঘোষণা
  বছরের প্রথম দশ দিনে হাসপাতালে ৫২৮ ডেঙ্গু রোগী, মৃত্যু ৩

কমরেড আনসার আলি বেঁচে থাকবেন লড়াই-সংগ্রামে : বাদশা এমপি

 নিজস্ব প্রতিবেদক

শোষিত-নির্যাতিত-নিষ্পেষিত-বঞ্চিত অধিকারহারার মুক্তির আমৃত্যু লড়াকু সৈনিক বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির কেন্দ্র কমিটির সাবেক সদস্য ও খুলনা জেলা কমিটির সাধারণ সম্পাদক প্রয়াত কমরেড আনসার আলী মোল্লা স্মরণে আয়োজিত শোকসভায় প্রধান অতিথি পার্টির সাধারণ সম্পাদক জননেতা কমরেড ফজলে হোসেন বাদশা এমপি এভাবে তাঁকে মূল্যায়ন করেন। তিনি বলেন, কমরেড আনছার মোল্লা ফুলতলা পানি রক্ষা, বর্ধিত খাজনা প্রত্যাহার, কৃষি ঋণ মওকুপ, বিল ডাকাতি জলাবদ্ধতা দূরীকরণসহ বিভিন্ন আন্দোলনে অগ্রণী ভূমিকা পালন করেন একাধিবার কারাবরণ করেন। তিনি আজ আমাদের মাঝে নেই। কিন্তু বেঁচে থাকবেন অগণিত মানুষের চেতনায়, বেঁচে থাকবেন লড়াই সংগ্রামে লাল সালাম।

বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি খুলনা জেলা, মহানগর ও ফুলতলা উপজেলা কমিটির আয়োজিত  বৃহস্পতিবার ( ১০ আগস্ট ) ফুলতলা শহীদ আসাদ-রফি গ্রন্থাগার চত্বরে কমরেড আনসার আলী মোল্লার স্মরণে অনুষ্ঠিত শোকসভায় সভাপতিত্ব করেন পার্টির ফুলতলা উপজেলা কমিটির সভাপতি কমরেড মাস্টার সন্দীপন রায় এবং পরিচালনা করেন উপজেলা সাধারণ সম্পাদক (ভারপ্রপ্ত) কমরেড গৌতম কুমার কুণ্ডু ও প্রভাষক জাহাঙ্গীর আলম।

শুরুতে জাতীয় সংগীত, আন্তর্জাতিক সংগীত ও এক মিনিট নীরবতা পালনের মধ্য দিয়ে বিকেল চারটে পঁয়তাল্লিশ মিনিটে শুরু হওয়া সভায় বিশেষ অতিথি ছিলেন পার্টির পলিটব্যুরোর সদস্য কমরেড প্রফেসর ড. সুশান্ত দাশ, কমরেড নুর আহমেদ বকুল, কমরেড এড. মুস্তফা লুৎফুল্লাহÑএমপি ও কেন্দ্রীয় কমিটির সম্পাদকম-লীর সদস্য কমরেড দিপংকর সাহা দিপু। এছাড়া বক্তৃতা করেন পার্টির খুলনা মহানগর সভাপতি কমরেড শেখ মফিদুল ইসলাম, জেলা কমিটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কমরেড দেলোয়ার উদ্দিন দিলু, ফুলতলা প্রেসক্লাবের সভাপতি মোঃ মোস্তাফিজুর রহমান, বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব শাহীন জামাল পন, পার্টির খানজাহান আলী থানা কমিটির সম্পাদক কমরেড আব্দুস সাত্তার মোল্লা, বাংলাদেশ যুব মৈত্রী জেলা কমিটির সভাপতি প্রভাষক রেজওয়ান রাজা প্রমুখ।

সভায় সংহতি জানিয়ে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের ফুলতলা উপজেলা সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান শেখ আকরাম হোসেন ও দামোদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শরিফ মোহাম্মদ শিপলু ভূঁইয়া।

খুলনা গেজেট/কেডি




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!