খুলনা, বাংলাদেশ | ১১ পৌষ, ১৪৩১ | ২৬ ডিসেম্বর, ২০২৪

Breaking News

  ময়মনসিংহে ট্রাক-অটোরিকশার সংঘর্ষে একই পরিবারের ৪ জন নিহত
  নিখোঁজের ৪২ ঘণ্টা পর কাপ্তাইয়ের কর্ণফুলী নদী থেকে দুই পর্যটকের মরদেহ উদ্ধার

কমতে পারে খরচ, হজ প্যাকেজ ঘোষণা বুধবার

গেজেট ডেস্ক

২০২৫ সালের জন্য হজ প্যাকেজ ঘোষণা হবে বুধবার (৩০ অক্টোবর)। গত বছরের তুলনায় এবার কমতে পারে খরচ। আর সরকারি অর্থায়নে কারও হজ করার সুযোগ থাকছে না বলে জানিয়েছেন ধর্ম বিষয়ক উপদেষ্টা ড. আফম খালিদ হোসেন।

মঙ্গলবার (২৯ অক্টোবর) দুপুরে দিনাজপুর শিশু একাডেমীতে হজ-ওমরাহ বিষয়ক আলোচনা সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

এসময় ধর্ম উপদেষ্টা বলেন, আগামীতে হজে দুই ধরণের প্যাকেজ থাকবে। প্রথম প্যাকেজের অবস্থান হবে কাবা শরীফ থেকে এক থেকে দেড় কিলোমিটারের মধ্যে আর দ্বিতীয় প্যাকেজটি হবে আড়াই থেকে তিন কিলোমিটারের মধ্যে। দুটি প্যাকেজেই গত বছরের তুলনায় এবার খরচ কম হবে। হজের খরচের তিনটি অংশ আছে। বিমান ভাড়া, মক্কা-মদিনায় অবস্থান আর সৌদি সরকারকে নির্ধারিত অর্থের খরচ আছে। তবে সব মিলিয়ে খরচ কত কম হবে তা বুধবার জানানো হবে।

তিনি আরও বলেন, সরকারের টাকায় ফ্রি কেউ হজ করতে পারবেন না। কেবল মাত্র হজ ব্যবস্থাপনার সঙ্গে যারা জড়িত তারাই হজ করতে পারবেন। অনেকের সামর্থ আছে কিন্তু হজ করতে আগ্রহী নন। আমাদেরকে সচেতনতা সৃষ্টি করে হজ পালনে উদ্বুদ্ধ করতে হবে।

এসময় অতিরিক্ত জেলা প্রশাসক এসএম হাবিবুল হাসান, দিনাজপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি আলহাজ রেজা হুমায়ুন ফারুক চৌধুরী শামীম, চেম্বারের পরিচালক সহিদুর রহমান পাটোয়ারী মোহন, দিনাজপুর সম্মিলিত ক্বওমী পরিষদের সভাপতি হযরতুল আল্লাম শামসুল হুদা খানসহ বিভিন্ন ওলামায়ে কেরামগণ উপস্থিত ছিলেন।

খুলনা গেজেট/কেডি




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!