খুলনা, বাংলাদেশ | ২০ পৌষ, ১৪৩১ | ৪ জানুয়ারি, ২০২৫

Breaking News

  তারেক রহমানের ৪ মামলা বাতিলের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আপিল
  ৬ থেকে ১১ জানুয়ারি পর্যন্ত সারাদেশে জনসংযোগ কর্মসূচির ঘোষণা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির
  ২০২৪ সা‌লে দে‌শে দুর্ঘটনায় ৯ হাজার ২৩৭ জন নিহত, আহত ১৩ হাজার ১৯০ জন : যাত্রী কল্যাণ সমিতি

কবে আসবে লঙ্কান বোর্ডের জবাব?

ক্রীড়া প্রতিবেদক

বিসিবির সঙ্গে লঙ্কান বোর্ডের কোন রফা কি হলো? শ্রীলঙ্কা থেকে কোন জবাব এসেছে? লঙ্কান স্বাস্থ্য মন্ত্রণালয় কি করোনাকালীন সময়ে কোয়ারেন্টাইন ইস্যুতে অনমনীয় অবস্থান থেকে সরে এসেছে? ১৪ দিনের বদলে টাইগারদের ৭ দিনের কোয়ারেন্টাইনের বিষয়ে রাজি হয়েছে?- করোনার মধ্যেও এসব কৌতূহলি প্রশ্ন এখন ক্রিকেট অনুরাগিদের মনে উঁকিঝুঁকি দিচ্ছে।

এভাবেই কাটছে সময়। যত কথাই শোনা যাক না কেন, লঙ্কান পত্রপত্রিকা আর মিডিয়াকে উদ্ধৃত করে যতরকম ইতিবাচক সংবাদই প্রকাশিত হোক না কেন; কঠিন সত্য হলো, এখনও পর্যন্ত বিসিবিকে কোনরকম আশার বাণী শোনায়নি লঙ্কান বোর্ড। ঘুরিয়ে বললে লঙ্কান ক্রিকেট বোর্ড থেকে বিসিবিকে এখনও পর্যন্ত কোন খবরই পাঠানো হয়নি। ইতিবাচক তো বহু দূরে, বিসিবি থেকে গত ১৪ সেপ্টেম্বর যে ৭ দিনের কোয়ারেন্টাইনের আবেদন করে মেইল পাঠানো হয়েছিল, সে অর্থে তার কোন জবাবই আসেনি।

এ বিষয়ে বিসিবি পরিচালক ও ক্রিকেট অপারেশন্স কমিটি প্রধান আকরাম মঙ্গলবার জানান, ‘না! আমরা কোন রিপ্লাই পাইনি।’ যিনি সর্বক্ষণ মেইল চেক করায় ব্যস্ত, সেই ক্রিকেট অপস ম্যানেজার সাব্বির খানও জানালেন, ‘নাহ! কোন খবর আসেনি।’

বিসিবি সিইও নিজামউদ্দীন চৌধুরী সুজন, পরিচালক ও ক্রিকেট অপারেশন্স কমিটি চেয়ারম্যান আকরাম খান প্রায় প্রতিদিন আশার বানী শোনাচ্ছেন, আশা করছি আজ-কালের মধ্যে লঙ্কান বোর্ডের জবাব চলে আসবে- এমন কথা শোনা যাচ্ছে কদিন ধরে।

কিন্তু শেষপর্যন্ত তা বাস্তবের মুখ দেখেনি। বোঝাই যাচ্ছে, করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে কঠোর অবস্থানে লঙ্কান স্বাস্থ্য মন্ত্রণালয়। তাদের নিয়মনীতি অনুসরণ করা ছাড়া আসলে লঙ্কান ক্রিকেট বোর্ডের কিছু করারও নেই। তাই জবাব দিতে দেরি। এদিকে দেশে এখন একটিই প্রশ্ন, শ্রীলঙ্কান স্বাস্থ্য মন্ত্রণালয় কি আদৌ ১৪ দিনের বদলে এক সপ্তাহ কোয়ারেন্টাইনের আবেদন মেনে নেবে?

এখন পর্যন্ত যেহেতু তারা নিজেদের অবস্থান থেকে সরে আসেনি কিংবা সহনীয় কোন গ্রহণযোগ্য বিকল্প প্রস্তাবও পাঠায়নি, তাহলে কি ধরে নেয়া যায়, তারা আগের জায়গায়ই আছে। এখন ঐ অবস্থাতে কি হবে? বিসিবির কি অবস্থান বদলের কোন সম্ভাবনা আছে?

এ সব প্রশ্নের উত্তর নিয়েই চলছে নানা জল্পনা-কল্পনা। আকরাম খানের একটিই কথা, আমরা প্রস্তুতি নিয়ে রাখছি। ইতিবাচক উত্তর আসলে গ্রহণযোগ্য সমাধান হবে। টেস্ট সিরিজ খেলতে শ্রীলঙ্কা সফরে যাবে জাতীয় দল, অন্যথায় নয়। একথা আজও বলা হয়েছে।

এখন প্রশ্ন উঠেছে বিসিবি আর কত দিন অপেক্ষা করবে? আগামী ২৭-২৮ সেপ্টেম্বর শ্রীলঙ্কা যাত্রার কথা ছিল। সে হিসেবে আছে মোটে ৪-৫ দিন। এর মধ্যে যদি জবাব না আসে তাহলে কি আর সিরিজ হবে? নাকি ক্রিকেটাররা স্কিল ট্রেনিং বাদ দিয়ে তখন ঘরোয়া ক্রিকেট খেলবেন?- কী হবে তা নিয়েই আছে বড়সড় সংশয়। লঙ্কানদের ইতিবাচক জবাবই পারে সে সংশয়ের কালো মেঘ সরাতে।

খুলনা গেজেট/এএমআর




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!