চট্টগ্রাম নগরীতে কবরস্থানে আধিপত্য নিয়ে দু’পক্ষের সংঘর্ষে অন্তঃত ১৩ জন আহত হয়েছেন। এর মধ্যে চার জন গুলিবিদ্ধ আছেন বলে পুলিশ জানিয়েছে।
শুক্রবার (১১ জুন) সকাল সাড়ে ১১টার দিকে নগরীর বাকলিয়া থানার পূর্ব বাকলিয়া আবদুল লতিফ হাটখোলা এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।
সংঘর্ষের সময় গোলাগুলিতে চারজন গুলিবিদ্ধ হয়েছেন। এরা হলেন- মো. মাসুদ (২৮), আবদুল্লাহ কাইছার (৩৯), মো. মুরাদ (২৫) এবং মো. ফয়সাল (২৮)।
এছাড়া আহতরা হলেন- মো. জাহাঙ্গীর (৪২), মো. তৈয়ব(২৮), জয় (১৪), শহিদুল্লাহ (৩৮) রিয়াজ উদ্দিন (২০), মো. আসিফ (২৪), মান্নান (৩৯), শাহাব উদ্দিন শাওন (২৫) এবং মো. সামাদ(২২)।
বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ রুহুল আমীন জানান, বাকলিয়ার আব্দুল লতিফ হাটখোলা এলাকায় বড় মৌলভীর বাড়ি সংলগ্ন একটি কবরস্থান আছে। এলাকায় সেটি ‘বড় মৌলভী বাড়ি কবরস্থান’ নামে পরিচিত। সেই কবরস্থানে সাইনবোর্ড লাগানোকে কেন্দ্র করে মূলত সংঘর্ষের সূত্রপাত হয়।
‘বড় মৌলভী বাড়ি’র লোকজনের দাবি, এটা তাদের পূর্ব পুরুষের দেওয়া নিজস্ব কবরস্থান। সকালে ওই বাড়ির লোকজন এবং প্রতিবেশিরা মিলে সেখানে সাইনবোর্ড লাগাতে যায়। তখন পাশাপাশি ইয়াকুব আলীর বাড়ি ও এলাকার লোকজন গিয়ে তাদের বাধা দেয়। তাদের দাবি, এটা গত ১০০ বছর ধরে স্থানীয়দের সম্মিলিত সামাজিক সংগঠনের মাধ্যমে পরিচালিত হচ্ছে, এটা কারও পৈতৃক সম্পত্তি নয়।
ওসি রুহুল বলেন, ‘সাইনবোর্ড লাগাতে বাধা দেওয়াকে কেন্দ্র করে প্রথমে ঝগড়া ও পরে সংঘর্ষ শুরু হয়। উভয়পক্ষে গোলাগুলি হয়েছে। খবর পেয়ে আমরা গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনি।’
সংঘর্ষে আহতদের বেলা ১২ টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
চমেক হাসপাতালের পুলিশ ফাঁড়িতে দায়িত্বরত এএসআই শীলব্রত বড়ুয়া জানান, আহতদের অবস্থা আশঙ্কামুক্ত বলে চিকিৎসক জানিয়েছেন।
এদিকে ঘটনায় জড়িতদের গ্রেফতারে পুলিশ অভিযান চালাচ্ছে বলে জানিয়েছেন ওসি রুহুল আমীন।
খুলনা গেজেট/ এস আই