সাতক্ষীরার শ্যামনগর উপকূলীয় এলাকা গাবুরা ইউনিয়নের পার্শ্বেমারী গ্রাম সংলগ্ন কপোতাক্ষ নদে মাছ ধরা নিয়ে দুই গ্রুপের সংঘর্ষে কমপক্ষে ১০ জন আহত হয়েছে। রোববার (১৯ জুন) দুপুর ২টার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
স্থানীয়রা জানিয়েছেন, শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের পার্শ্বেমারী গ্রামের আব্দুল হান্নানের ছেলে কবির হোসেন ও অম্বুর সরদারের ছেলে আব্দুল হালিম সকালে কপোতাক্ষ নদে বাগদার রেনু পোনা ধরতে যায়। এসময় নদে মাছ ধরার জায়গা নির্ধারণ নিয়ে দুই জনের মধ্যে তর্কবিতর্ক হয়। পরে উত্তেজিত হয়ে বাড়িতে ফেরেন দুইজন। কবির হোসেন গাবুরা ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের ইউপি সদস্য প্রার্থী ইব্রাহিম খলিলের সমর্থক। অন্যদিকে, আব্দুল হালিম বর্তমান মেম্বর মশিউর রহমানের সমর্থক। কপোতাক্ষ নদে দুইজনের ঝগড়ার ঘটনায় গ্রামের মধ্যে দুই মেম্বর সমর্থকরা দুপুরে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে দুই পক্ষের কমপক্ষে ১০ জন আহত হয়।
৫ নং ওয়ার্ডের ইউপি সদস্য মশিউর রহমান জানান, আমার গ্রুপের ৭/৮ জন আহত হয়েছে। এদের মধ্যে দুইজন নারী রয়েছেন। এছাড়া দুইজনের অবস্থা খুব আশংকাজনক। কপোতাক্ষ নদে মাছ ধরা নিয়ে এই সংঘর্ষের ঘটনা ঘটেছে।
শ্যামনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী ওয়াহিদ মোর্শেদ বলেন, দুই পক্ষের মধ্যে মারামারি হয়েছে শুনেছি। উভয়পক্ষ এখন হাসপাতালে চিকিৎসার কাজে ব্যস্ত। এখনো বিস্তারিত কিছু জানতে পারিনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
খুলনা গেজেট/ আ হ আ