‘শিক্ষা নিয়ে গড়ব দেশ শেখ হাসিনার বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে আধুনিক মানসম্মত ও প্রযুক্তিগত শিক্ষা প্রসারে পাইকগাছার কপিলমুনি কলেজ ও হরিঢালী-কপিলমুনি মহিলা কলেজে পৃথক শেখ রাসেল ডিজিটাল ল্যাব স্থাপন করা হয়েছে।
ডিজিটাল বাংলাদেশ গঠনে ধারাবাহিক কার্যক্রমের অংশ হিসেবে বর্তমান সরকার প্রথম থেকেই নিত্য নতুন দৃষ্টান্তমূলক কাজ করে যাচ্ছে। যার ধারাবাহিকতায় দেশের স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় সমূহে স্থাপন করা হচ্ছে ‘শেখ রাসেল ডিজিটাল ল্যাব’। এর অংশ হিসেবে খুলনার পাইকগাছার কপিলমুনি কলেজ ও হরিঢালী-কপিলমুনি কলেজে স্থাপন হয়েছে শেখ রাসেল ডিজিটাল ল্যাব।
এ প্রসঙ্গে কপিলমুনি কলেজের অধ্যক্ষ মো: হাবিবুল্লাহ বাহার বলেন, আমাদের আইসিটি ভবনে ইতোমধ্যে ১৭ টি ল্যাপটপসহ পূর্ণাঙ্গ শেখ রাসেল ডিজিটাল ল্যাব স্থাপনে পুরোদমে কার্যক্রম চলছে।
এব্যাপারে হরিঢালী-কপিলমুনি মহিলা কলেজের অধ্যক্ষ শেখ মেজবাহ উদ্দীন অনুরুপ প্রতিক্রিয়া ব্যক্ত করে বলেন, নারী শিক্ষা প্রসারে প্রতিষ্ঠিত ঐতিহ্যবাহী হরিঢালী কপিলমুনি ডিগ্রী মহিলা কলেজে নির্মিত হতে যাচ্ছে শেখ রাসেল ডিজিটাল ল্যাব। এজন্য তিনি মাননীয় তথ্য ও যোগাযোগ প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক ও খুলনা-০৬ (পাইকগাছা-কয়রা) এর সংসদ সদস্য আলহাজ্ব মোঃ আকতারুজ্জামান বাবু”র প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
একই সাথে কপিলমুনি কলেজের অধ্যক্ষ হাবিবুল্লাহ বাহার শেখ রাসেল ডিজিটাল ল্যাবসহ মাঠ ভরাটে অতিরিক্ত ২লাখ টাকা বরাদ্দ দেওয়ায় তিনিসহ সকল শিক্ষক-কর্মচারী ও পরিচালনা পরিষদের পক্ষে সংসদ সদস্য আক্তারুজ্জামান বাবুর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
খুলনা গেজেট/ এস আই