খুলনা, বাংলাদেশ | ৭ মাঘ, ১৪৩১ | ২১ জানুয়ারি, ২০২৫

Breaking News

  দৈনিক ভোরের কাগজের প্রধান কার্যালয় বন্ধ ঘোষণা
  সাজাপ্রাপ্ত আসামিকে রাষ্ট্রপতির ক্ষমার ক্ষমতা চ্যালেঞ্জ করে রিট দায়ের

কপিলমুনির প্রাণপুরুষ বিনোদ বিহারী সাধুর জন্মজয়ন্তী পালিত

পাইকগাছা প্রতিনিধি

সাড়ম্বরে পালিত হলো খুলনার পাইকগাছা উপজেলার আধুনিক কপিলমুনির রুপকার স্বপ্নদ্রষ্টা স্বর্গীয় রায় সাহেব বিনোদ বিহারী সাধুর ১৩৩ জন্মজয়ন্তী। বরাবরের মত কপিলমুনি বিনোদ স্মৃতি সংসদ দিবসটি উপলক্ষে নানা কর্মসূচী হাতে নেয়। তবে এবারের আয়োজন নানা কারণে ছিল অত্যন্ত তাৎপর্যপূর্ণ। বিশেষ করে এবারই প্রথম বংশধরদের কেউ সরাসরি তাঁর জন্মদিনের অনুষ্ঠানে যোগদান করলেন।

আয়োজনে রায় সাহেবের পৌত্র গৌতম সাধুর স্ব-পরিবারে উপস্থিতি জনপদের সাধারণ মানুষের কাছে ছিল স্বপ্নদ্রষ্টার দীর্ঘ দিনের শূণ্যতায় পরম প্রাপ্তি। এক কথায় সম্প্রীতির চেতনায় ভাস্বর প্রয়াত দানবীরের জন্মজয়ন্তীর এবারের আয়োজনে গৌতমের উপস্থিতি যোগ করে ভিন্ন মাত্রা।

রায় সাহেব বিনোদ বিহারী সাধুর ১৩৩ তম জন্মজয়ন্তীর আয়োজনে বিনোদ স্মৃতি সংসদের কর্মসূচীর মধ্যে ছিল, তাঁর প্রতিকৃতিতে পুষ্পমালা অর্পন, আনন্দ শোভাযাত্রা, স্মরণসভা ও সংবর্ধনা অনুষ্ঠান।

সকাল ১০ টায় কপিলমুনি সহচরী বিদ্যামন্দির প্রাঙ্গনে অনুষ্ঠিত স্মরণ সভায় বিনোদ স্মৃতি সংসদের সভাপতি এ্যাড. দীপঙ্কর সাহার সভাপতিত্বে সংবর্ধিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রায় সাহেব বিনোদ বিহারী সাধুর পৌত্র গৌতম সাধু। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, খুলনা-৬ (পাইকগাছা-কয়রা) এর সংসদ সদস্য আলহাজ্জ্ব আক্তারুজ্জামান বাবু। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, কপিলমুনি ইউপি চেয়ারম্যান কওছার আলী জোয়ার্দ্দার। বিশেষ অতিথি ছিলেন, পাইকগাছা উপজেলা পরিষদের চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু, ভাইস চেয়ারম্যান শিহাব উদ্দীন ফিরোজ বুলু, পৌর মেয়র সেলিম জাহাঙ্গীর, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক পাপ্পু কুমার দে, কপিলমুনি কলেজের অধ্যক্ষ হাবিবুল্লাহ বাহার, জাফর আউলিয়া সিনিয়র মাদ্রাসার অধ্যক্ষ হাফেজ মাও: আব্দুস সাত্তার, কপিলমুনি সহচরী বিদ্যা মন্দিরের প্রধান শিক্ষক কবির আহমেদ, মেহেরুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রহিমা আক্তার শম্পা, উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক আনন্দ মোহন বিশ্বাস, সভাপতি সমীরণ সাধু, লতা ইউপি চেয়ারম্যান কাজল কান্তি বিশ্বাস, কপিলমুনি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জি এম আব্দুর রাজ্জাক রাজু, ইউনিয়ন আ’লীগের সভাপতি যুগোল কিশোর দে।

উপস্থিত ছিলেন, এ্যাড.বিপ্লব কান্তি মন্ডল, পিটিডি ভোকেশনাল স্কুলের প্রধান শিক্ষক শিমুল বিল্লাল বাপ্পি, ব্যাংকার আবু সাঈদ, স্থানীয় সাংবাদিক, রাজনীতিক, বিভিন্ন স্কুলের শিক্ষক মন্ডলীসহ সামাজিক-সাংষ্কৃতিক সংগঠনের সূধীবৃন্দ।

খুলনা গেজেট/ টি আই




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!