বিনোদ বিহারী শিশু বিদ্যালয়, কপিলমুনি ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (কেকেএসপি) ও আনসার ভিডিপি ক্লাব দখলের ষড়যন্ত্র প্রতিরোধে কপিলমুনিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। কপিলমুনি ভূমি দখল প্রতিরোধ কমিটির আয়োজনে সোমবার সকাল ১০ টায় ইউপি চেয়ারম্যান মোঃ কওছার আলী জোয়ার্দ্দার এর সভাপতিত্বে ও কপিলমুনি ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক শেখ ইকবাল হোসেন খোকনের পরিচালনায় বাজারের প্রধান সড়কে মানববন্ধন ও সভা অনুষ্ঠিত হয়।
এসময় অনুষ্ঠানে বক্তৃতা করেন পাইকগাছা উপজেলা আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আনন্দ মোহন বিশ্বাস, কপিলমুনি ইউনিয়ন আ’লীগের সভাপতি যুগোল কিশোর দে, অধ্যক্ষ মুজিবুর রহমান, প্রভাষক রেজাউল করিম খোকন, কে কে এস পির প্রতিষ্ঠাতা সভাপতি শেখ আঃ রশিদ, কপিলমুনি বণিক সমিতির সভাপতি এম বুলবুল আহমেদ, সাবেক উপাধ্যক্ষ আফসার আলী, উপাধ্যক্ষ ত্রিদিব কান্তি মন্ডল, সাধন চন্দ্র ভদ্র, এম আজাদ হোসেন, রফিকুল ইসলাম খান, পলাশ কর্মকার, নিলুফার বানু, বিষ্ণু পদ মন্ডল, অহেদূজ্জামান মোড়ল, আঃ আজিজ বিশ্বাস, শিমুল বিল্লাল বাপ্পী প্রমুখ।
অনুষ্ঠানে বক্তরা কঠোর হুশিয়ারী দিয়ে বলেন, ‘রায় সাহেবের প্রতিষ্ঠিত কপিলমুনি বাজারসহ সকল স্থাপনায় কোন কুচক্রীমহল হাত বাড়ায় বা ভূমিদখলের চেষ্টা করে, তবে সকল ব্যবসায়ীসহ জনসাধারণকে সাথে নিয়ে প্রতিহত করা হবে।
খুলনা গেজেট/এনএম