কনকনে শীতের মধ্যেও জনবিরোধী কৃষি আইনের বিরুদ্ধে ভারতের কৃষক- ক্ষেতমজুরদের আন্দোলন- বিদ্রোহ তুঙ্গে অবস্থান করছে। দিল্লির রাজপথে এই হাড় হিম করা শীতে কৃষকরা ইতিমধ্যেই শুরু করে দিয়েছেন রিলে অনশন।
কষি আইন বাতিল না করলে এই অনশন লাগাতার হবে। কৃষক- ক্ষেতমজুর আন্দোলন ২৭ দিনে পড়ল। পাঞ্জাব, হরিয়ানা, রাজস্থান ও উত্তরপ্রদেশের কৃষক- ক্ষেতমজুরদের পর এবার মহারাষ্ট্রের কৃষক-ক্ষেতমজুররা এখন দিল্লিমুখী। এই হাড় হিম করা শীতের মধ্যে দুটো বিশাল মিছিল বের করেছেন কৃষক- ক্ষেতমজুররা। একটি নাগপুর থেকে, অন্যটি মুম্বই থেকে।দুটো মিছিলই দিল্লিমুখী।
এদিকে কৃষি আইনের বিরুদ্ধে পশ্চিমবঙ্গে মশালমিছিল বের করেছেন কৃষক- ক্ষেতমজুররা। পশ্চিমবঙ্গের গ্রামে গ্রামে এই মিছিল ডিসেম্বর মাস ভর চলবে বলে পশ্চিমবঙ্গের বাম- কংগ্রেস কৃষক সংগঠনগুলি জানিয়েছে।তারপর পশ্চিমবঙ্গ থেকেও দিল্লি অভিযান করবেন কৃষক- ক্ষেতমজুররা। মোট কথা কষি আইনের বিরুদ্ধে ভারতে কৃষক- ক্ষেতমজুর আন্দোলন এখন তুঙ্গে এই কনকনে শীতেও।
খুলনা গেজেট /এমএম