খুলনা, বাংলাদেশ | ২৬ পৌষ, ১৪৩১ | ১০ জানুয়ারি, ২০২৫

Breaking News

  বছরের প্রথম দশ দিনে হাসপাতালে ৫২৮ ডেঙ্গু রোগী, মৃত্যু ৩

কণ্ঠশিল্পী আকবরের শেষ ঠিকানা যশোরের কারবালা কবরস্থান

নিজস্ব প্রতিবেদক, যশোর

ইত্যাদি খ্যাত দেশের আলোচিত কণ্ঠশিল্পী আকবরের শেষ ঠিকানা হয়েছে যশোর কারবালা কবরস্থান। সোমবার (১৪ নভেম্বর) দুপুরে তাকে এ কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হয়েছেন। তাকে শেষ বিদায় জানাতে যশোরের সাংস্কৃতিক অঙ্গনের কাউকে দেখা যায়নি।

রবিবার (১৩ নভেম্বর) রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে মারা যান কণ্ঠ শিল্পী আকবর। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৫৪। মৃত্যুর পর আকবরের মরদেহ হাসপাতাল থেকে নিয়ে যাওয়া হয় তার মিরপুরের বাসায়। সেখানে স্থানীয় মসজিদে প্রথম নামাজে জানাজা শেষে মরদেহ নিয়ে যশোরের বাড়ির উদ্দেশ্যে রওনা দেন তার পরিবারের সদস্যরা।

সোমবার (১৪ নভেম্বর) সকালে সদর উপজেলার সুজলপুর গ্রামের বাড়িতে তার মরদেহ রাখা হয়। এখানে স্থানীয়রা তার মরদেহ দেখতে বাড়িতে যান। এদিন বাদ জোহর শহরের ধর্মতলার কদমতলায় তার দ্বিতীয় জানাজা শেষে কারবালা কবরস্থানে দাফন করা হয়।

জানাজায় উপস্থিত ছিলেন আরবপুর ইউনিয়নের চেয়ারম্যান শাহারুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা। তবে জানাজায় যশোরের সাংস্কৃতিক অঙ্গণের কাউকে দেখা যায়নি।

শিল্পী আকবরের স্ত্রী কানিজ ফাতেমা জানান, মনে অনেক কষ্ট নিয়ে আকবর পৃথিবী থেকে বিদায় নিয়েছেন। তিনি যদি মনের অজান্তে কারো মনে কষ্ট দিয়ে থাকেন, তাহলে সবাই তাকে ক্ষমা করে দেবেন। সবাই ওর জন্য দোয়া করবেন।

উল্লেখ্য, গত প্রায় ১৮ বছর আগে ইত্যাদির মঞ্চে কিশোর কুমারের গান গেয়ে পরিচিতি পান আকবর আলী গাজী। এরপর তিনি নিজের মৌলিক গান ‘তোমার হাত পাখার বাতাসে’ দিয়ে বাজিমাত করেন। গানটির অডিও-ভিডিও দুটোই ছিলো সুপারহিট। দেশ-বিদেশের মঞ্চে গান গেয়ে জীবন কাটাচ্ছিলেন তিনি। কিন্তু হঠাৎ করেই কিডনির অসুখে আক্রান্ত হন আকবর।

ধরা পড়ে ডায়াবেটিস। এতে ছন্দপতন ঘটে জীবনের। অনেক বছর ধরেই তার দুরবস্থা চলছিল। মাঝে কিছুটা ঘুরে দাঁড়ালেও ফের ভাগ্যের পরিহাসে সংকটের মুখোমুখি হন। কিছুদিন আগেই রাজধানীর বেটার লাইফ হাসপাতালে অপারেশনের মাধ্যমে তার ডান পা কেটে ফেলা হয়।

এরপর গত ৫ নভেম্বর কিডনি জটিলতায় রাজধানীর বারডেম হাসপাতালে ভর্তি হন। এরপর তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!