খুলনা, বাংলাদেশ | ২৮ কার্তিক, ১৪৩১ | ১৩ নভেম্বর, ২০২৪

Breaking News

  ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৭ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১২১১
  মোস্তফা সরয়ার ফারুকী ও শেখ বশির উদ্দিনকে পদত্যাগের আহ্বান জানিয়ে প্রধান উপদেষ্টার কাছে এক আইনজীবীর লিগ্যাল নোটিশ
  গণমাধ্যমে স্বাধীনতা নিশ্চিতে কাজ করবে সংস্কার কমিশন : তথ্য ও সম্প্রচার উপদেষ্টা

কঠোর নির্দেশনা রয়েছে, কোনো অন্যায়কে প্রশ্রয় নয় : হানিফ

গেজেট ডেস্ক

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল-আলম হানিফ বলেছেন, ‘যেকোনো অন্যায়, অনৈতিক কাজের ব্যাপারে সরকার কঠোর। কঠোর নির্দেশনা রয়েছে, কোনো অন্যায়কে প্রশ্রয় দেওয়া হবে না, কঠোরভাবে দমন করা হবে। আশা করি, কঠোর আইনি প্রক্রিয়ার মাধ্যমে সব অন্যায়কে নির্মূল করতে আমরা সক্ষম হব।’

কুষ্টিয়া শহরের পিটিআই রোড এলাকায় নিজ বাসভবনে আজ সোমবার সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে এ কথা বলেন হানিফ।

‘দেশে এক ব্যক্তির শাসনব্যবস্থা কায়েম চলছে’—বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন মন্তব্য প্রসঙ্গে মাহবুবউল-আলম হানিফ বলেন, ‘গণতান্ত্রিক সরকার ব্যবস্থায় একজন প্রধানমন্ত্রী হন। তাঁর অধীনে মন্ত্রিপরিষদ কাজ করে। নির্বাহী প্রধান হিসেবে প্রধানমন্ত্রী অনেক বিষয়েই সিদ্ধান্ত দেন। এটাই গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থা। কিন্তু বিএনপি নেতারা একক শাসনব্যবস্থা দেখে অভ্যস্ত। তাঁদের নেতা জিয়াউর রহমান অবৈধভাবে সরকার গঠন করে ক্যান্টনমেন্টে বসে এককভাবে দল ও সরকার চালাতেন। বিএনপি নেতারা শয়নে-স্বপনে এটাই দেখেন। তাই তাঁরা এসব প্রলাপ করছেন।’

রোহিঙ্গা সংকট প্রসঙ্গে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, ‘রোহিঙ্গা সমস্যা সমাধানে কাজ চলছে, এর মধ্যেই এগিয়ে আসা আন্তর্জাতিক সম্প্রদায়ের ভূমিকা দৃশ্যমান হচ্ছে। আশা করছি, দ্রুত এর সমাধান হবে।’

এ সময় স্থানীয় আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন। পরে ঢাকার উদ্দেশে রওনা দেন হানিফ।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!