খুলনা, বাংলাদেশ | ৩০ কার্তিক, ১৪৩১ | ১৫ নভেম্বর, ২০২৪

Breaking News

  আগুন নিয়ন্ত্রণে, খুলনায় পাট গোডাউনসহ ১০ দোকানের কোটি টাকার মালামাল পুড়ে ছাই

কটূক্তিকারীদের শনাক্ত, নেওয়া হচ্ছে ব্যবস্থা

বিনোদন ডেস্ক

রোববার (৯ মে) মা দিবসে ফেসবুকে মায়ের সঙ্গে একটি ছবি প্রকাশ করে রীতিমতো নেতিবাচক ট্রলের শিকার হয়েছেন অভিনেতা চঞ্চল চৌধুরী। ছবিটির নিচে অনেকেই উগ্র ধর্মীয় মন্তব্যে আঘাত করেছেন এ অভিনেতাকে।

মা দিবসে নিজের ফেসবুকে মা ও ছোট বোনের সঙ্গে ছবি পোস্ট করে অভিনেত্রী আশনা হাবিব ভাবনাও একই ধরনের মন্তব্যের শিকার হন।

এসব আক্রমণাত্মক, কটূক্তিমূলক মন্তব্য করা ব্যক্তিদের ইতোমধ্যে শনাক্ত করেছে পুলিশের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন ডিভিশন। শিগগিরই তাদের আইনের আওতায় আনা হবে।

সাইবার পুলিশ জানায়, ইতোমধ্যে এ বিষয়ে চঞ্চল চৌধুরী ও ভাবনার সঙ্গে কথা হয়েছে তাদের। তারা সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন ডিভিশন বিভাগে অভিযোগ দিচ্ছেন। ব্যবস্থা নেওয়া হচ্ছে তাদের কটূক্তিকারীদের বিরুদ্ধে।

পুলিশের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন ডিভিশনের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) মো. নাজমুল ইসলাম  বলেন, কিছু সংখ্যক আইডি থেকে চঞ্চল চৌধুরী ও ভাবনার পোস্টে বক্তব্য দিয়ে বাংলাদেশের মানুষের মধ্যে যে ধর্মীয় সম্প্রীতি, পারস্পারিক সৌহার্দ্য ও পরিমিত শালীনতা রয়েছে তা নষ্ট করার চেষ্টা করছে। নেতিবাচক কমেন্ট ও ট্রল করে তাদের ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার মতো কাজকে পুলিশ হেট ক্রাইম (ঘৃণিত অপরাধ) মনে করছে।

তিনি বলেন, সাইবার পুলিশ কখনওই এ ধরনের কাজকে সমর্থন করে না। আমরা ইতোমধ্যে ভুক্তভোগীদের সঙ্গে কথা বলেছি। তারা সাইবার ক্রাইম বিভাগে অভিযোগ দিচ্ছেন। কটূক্তিকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

গত ৯ মে মা দিবসে ফেসবুকে মায়ের সঙ্গে একটি ছবি প্রকাশ করেন দেশের জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী। এই ছবি নিয়ে অনেকেই উগ্র ধর্মীয় মন্তব্যে আঘাত করেছেন তাকে। এর প্রতিবাদে চঞ্চলের সঙ্গে তার মায়ের সেই ছবি শেয়ার করে অনেকেই প্রতিবাদ জানিয়েছেন।

একই দিন নিজের ফেসবুকে মায়ের সঙ্গে একটি ছবি পোস্ট করেন অভিনেত্রী আশনা হাবিব ভাবনা। ছবিতে ভাবনার সঙ্গে তার ছোট বোন অদিতি হাবিব অনন্যাও ছিলেন। এরপর তিনজনের একটি ভিডিও নিজের পেজে শেয়ার করেন ভাবনা।

ভিডিওতে দেখা যায়, মা দিবসে মাকে শুভেচ্ছা জানানোর পাশাপাশি তাকে কেক কেটে খাওয়াচ্ছেন ভাবনা ও তার বোন। কিন্তু সেই ভিডিওর নিচে আসতে থাকে একের পর এক বাজে মন্তব্য। অনেকে উগ্র ধর্মীয় মন্তব্যও করেন ভাবনা আর তার মাকে নিয়ে। এই ঘটনায় ভীষণ আঘাত পান জনপ্রিয় এই অভিনেত্রী। ইতোমধ্যে তাদের পাশে দাঁড়িয়েছে শিল্পী সমাজ।

খুলনা গেজেট/ এস আই




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!