কচুয়ার ৫নং গোপালপুর ইউনিয়ন পরিষদের উদ্যোগে কোভিড-১৯ প্রতিরোধে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেবুলাইজার ও দরিদ্র পরিবারে মাস্ক, সাবান ও ব্লিচিং পাউডার বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার সকালে গোপালপুর ইউনিয়ন পরিষদে এ সামগ্রী বিতরণ করা হয়।
গোপালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শিকদার আবু বক্কর সিদ্দিকের সভাপতিত্বে এ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কচুয়া উপজেলা নির্বাহী অফিসার সুজিৎ দেবনাথ। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কচুয়া বাগেরহাট-২ আসনের সংসদ সদস্যের এপিএস এ্যাড. রোজোয়ান আহমেদ চয়ন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মঞ্জুরুল আলম, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের গোপালপুর ইউনিয়ন কমান্ডার খোন্দকার সামছুল হক, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. মনিশংকর পাইক, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা অন্জন কুন্ডু।
এলজিএসপি-৩ (২০১৯-২০২০) এর অর্থায়নে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৫টি নেবুলাইজার ও ১৫০টি পরিবারে মাস্ক, সাবান ও ব্লিচিং পাউডার বিতরণ করা হয়।
খুলনা গেজেট/এমআর