বাগেরহাটের কচুয়া উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান পদে বিনা প্রতিদ্বন্দীতায় নির্বাচিত হচ্ছেন সাবেক ইউপি চেয়ারম্যান তাসলিমা বেগম। সোমবার বিকেলে বাগেরহাট জেলা নির্বাচন কর্মকর্তার দপ্তরে যাছাই-বাছাই শেষে তাসলিমার মনোনয়ন পত্র বৈধ ঘোষনা করেন রিটার্নিং কর্মকর্তা। যার ফলে একক প্রার্থী হিসেবে মহিলা ভাইস চেয়ারম্যান পদে বিনা প্রতিদ্বন্দীতায় নির্বাচিত হতে আর কোন বাঁধা থাকল না।
বাগেরহাট জেলা নির্বাচন কর্মকর্তা ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ফারাজি বেনজির আহমেদ বলেন, নির্ধারিত সময়ের মধ্যে একক প্রার্থী হিসেবে তাসলিমা বেগম মনোনয়ন পত্র জমা দিয়েছেন। বিকেলে যাচাই-বাছাইয়ে তার মনোয়ন পত্র বৈধ হয়েছে। তফসিল অনুযায়ী ১৭ অক্টোবর পর্যন্ত মনোনয়ন পত্র প্রত্যাহারের সুযোগ রয়েছে। এর পরেই বিনা প্রতিদ্বন্দীতায় নির্বাচিত ঘোষনা করে গণ বিজ্ঞপ্তি জারি করা হবে।
কচুয়া উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা আক্তার বিনা প্রতিদ্বন্দীতায় উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় ওই পদটি শূন্য ঘোষনা করেন নির্বাচন কমিশন।২৯ সেপ্টেম্বর কচুয়া উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান পদে নির্বাচনি তফসিল ঘোষনা করা হয়। তফসিল অনুযায়ী ৯ অক্টোবর মনোনয়ন পত্র জমা দানের শেষ সময়ের মধ্যে শুধুমাত্র তাসলিমা বেগম মনোনয়ন পত্র জমা দেন।
তাসিলমা বেগম কচুয়া উপজেলা পরিষদের প্রায়ত চেয়ারম্যান এসএম মাহফুজুর রহমানের স্ত্রী। তিনি রাড়ীপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিলেন।
খুলনা গেজেট/এএ