খুলনা, বাংলাদেশ | ৭ পৌষ, ১৪৩১ | ২২ ডিসেম্বর, ২০২৪

Breaking News

  হাইকোর্টের বেশ কয়েকজন বিচারপতির বিরুদ্ধে অনিয়ম তদন্তে রাষ্ট্রপতির অনুমোদন
  ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৬৫
  গাজীপুরের শ্রীপুরে বোতাম তৈরির কারখানায় আগুনে নিহত ১

কচুয়ায় তুচ্ছ ঘটনায় দু’নারীসহ পাঁচজনকে কুপিয়ে জখম

কচুয়া প্রতিনিধি

কচুয়ায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই নারীসহ ৫ জনকে কুপিয়ে ও পিটিয়ে জখম করেছে প্রতিপক্ষরা। শনিবার বিকাল ৫ টার দিকে উপজেলার গজালিয়া ইউনিয়নের মাদারতলা এলাকায় এ ঘটনা ঘটে। আহতদের কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

আহতরা হলেন গজালিয়া ইউনিয়ন মৎস্যজীবি লীগের সভাপতির মা রহিমা বেগম (৪২) ওয়ার্ড কৃষক লীগের সভাপতি জামাল হাওলাদার (৩৬), আজিজুল হাওলাদার (৩৫), শহিদ হাওলাদার (৪২) ও রেহেনা বেগম (৬২)।

আহতরা জানান শিশুদের খেলাকে কেন্দ্র করে বিরোধের জেরে প্রতিপক্ষের আতিয়ার (৪৬), আক্কাস (৩০), আজাহার (৪২), এমরান (২২), সোহেল (২৫), হাসান (২৩)সহ ১০/১২জন দেশীয় অস্ত্র নিয়ে অতর্কিত হামলা চালায়। এ সময়ে দুইজন নারীসহ ৫ জন গুরুতর আহত হয়েছে।

কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক (আরএমও) ডা. মনিশংকর পাইক বলেন, ‘আহত ৫ জনই গুরুতর আহত। এর মধ্যে তিন জনের মাথায় গুরুতর জখম রয়েছে। একজনের চোঁখের পাশে ও একজনের হাতে গুরুতর আঘাত রয়েছে। তবে দুইজনকে নিবির পর্যবেক্ষণে রাখা হয়েছে।

কচুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনিরুল ইসলাম বলেন, ‘হামলার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে, আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।’

খুলনা গেজেট/এমআর




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!