বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত। অভিনেত্রীর পরিচয় ছাপিয়ে তিনি হয়ে উঠেছেন বিশেষ রাজনৈতিক মতাদর্শের বাহক। ভারতের লোকসভা নির্বাচনে জয়ী হয়ে বিজেপির টিকিটে এখন তিনি সংসদ সদস্য। এসবের পাশাপাশি বিভিন্ন ইস্যুতে মন্তব্য করার কারণে বার বার কটাক্ষের শিকার হয়েছেন।
এবার সামাজিক যোগাযোগ মাধ্যমে এক স্টোরিকে কেন্দ্র করে কটাক্ষের শিকার হলেন। অভিনেত্রী ইনস্টাগ্রামে একটি রিল পোস্ট করেন। যেখানে দেখা যায়, রাজস্থানের কোনো প্রাসাদে ঘুরে বেড়াচ্ছেন তিনি।
সবুজ বাগানে সবুজ-গোপালি রেশমি শাড়িতে মোহময়ী লাগছিল তাকে। তারই সঙ্গে তাল মিলিয়ে নেচে ওঠে ময়ূর, কিশোরীর মতো লাফালাফি করে গাছ থেকে ফল পাড়তেও দেখা যায় সাংসদকে।
সেই পোস্টের ক্যাপশনে কঙ্গনা লিখেছেন, ‘বেঁচে থাকার জন্য কেবল একটি জিনিসই প্রয়োজন। তাহলো জীবন। আশা রাখি, আমরা শুধু বেঁচে থাকার জন্যই বাঁচব না। জীবনটাকে উপভোগ করব।’ আর এই রিলে তিনি জুড়ে দেন পাকিস্তানি গায়ক জায়েন জোয়েবের গান, ‘রানঝেয়া ওয়ে’।
রিলে পাকিস্তানি গান ব্যবহার করায় নতুন বিতর্কে জড়ালেন তিনি। পাকিস্তানি নেটিজেনরাও বেশ সমালোচনা করেছেন কঙ্গনাকে। একই ভাবে, এ ব্যাপারে নায়িকার অনুরাগীরা ছুড়ে দিয়েছেন কটু মন্তব্য।
খুলনা গেজেট/এএজে