কক্সবাজারের উখিয়া উপজেলার বালুখালী ২০ নম্বর রোহিঙ্গা করোনা আইসোলেশন সেন্টারে লাগা আগুন রাত ৯টার দিকে নিয়ন্ত্রণে এসেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এ ঘটনায় করোনা আইসোলেশন সেন্টার পুড়ে গেছে। তবে তাৎক্ষণিক হতাহতের কোনো তথ্য পাওয়া যায়নি। ১৪ আর্মড পুলিশের পুলিশ সুপার (এসপি) নাঈমুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, ক্যাম্পের একটি করোনা হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রোববার রাত ৭টার দিকে উখিয়া বালুখালী ২০ ক্যাম্পে জাতিসংঘের অভিবাসন বিষয়ক সংস্থা (আইওএম) পরিচালিত করোনা হাসপাতালে অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে। খবর পেয়ে এপিবিএন ও ফায়ার সার্ভিসের দলসহ ক্যাম্পের লোকজন এগিয়ে এসে আগুন নেভাতে কাজ করে। অবশেষে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে।
উখিয়া বালুখালী ক্যাম্পের নেতা সুলতান আহমদ জানান, রোববার হঠাৎ ক্যাম্পে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরে চিৎকার শুনে লোকজন এগিয়ে এসে পুলিশের সহায়তায় ফায়ার সার্ভিস আগুন নেভাতে সক্ষম হয়। তবে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।