কক্সবাজারে নারী পর্যটককে দলবদ্ধ ধর্ষণের মামলায় হোটেলের ম্যানেজারকে চারদিনের রিমান্ডে দিয়েছেন আদালত। শনিবার (২৫ ডিসেম্বর) কক্সবাজারের জেষ্ঠ্য বিচারিক হাকিম হামীমুন তাজনীনের আদালত এ আদেশ দেন।
জিয়া গেস্ট ইন নামের আবাসিক হোটেলের ম্যানেজারের নাম রিয়াজ উদ্দিন ছোটন (৩৩)। তিনি কক্সবাজার সদর উপজেলার পিএমখালী এলাকার বাসিন্দা জসিম উদ্দিনের ছেলে।
এর আগে বুধবার (২২ ডিসেম্বর) সন্ধ্যায় সংঘবদ্ধ একটি চক্র কক্সবাজার সমুদ্র সৈকতের লাবনী পয়েন্ট থেকে ২৫ বছর বয়সী এক নারী পর্যটককে তুলে নেয়। তারা ওই নারীর স্বামী-সন্তানকে জিন্মি করে এবং হত্যার হুমকি দিয়ে কয়েক দফা ধর্ষণ করে।
পরে খবর পেয়ে গভীর রাতে জিয়া গেস্ট ইন নামের এক হোটেল থেকে ওই নারীকে উদ্ধার করে র্যাব। এ ঘটনায় হোটেলটির ব্যবস্থাপক রিয়াজ উদ্দিন ছোটনকে আটক করে র্যাব সদস্যরা।
বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) রাত সাড়ে ৮ টার দিকে ওই নারীর স্বামী চারজনের নাম উল্লেখসহ অজ্ঞাত পরিচয়ের আরও তিনজনের বিরুদ্ধে কক্সবাজার সদর থানায় মামলা করেন। মামলাটির তদন্তভার দেয়া হয় ট্যুরিস্ট পুলিশকে। মামলাটি তদন্তভার পেয়েছেন পরিদর্শক রুহুল আমিন।
মামলার এজাহারভূক্ত আসামিরা হলেন, কক্সবাজার শহরের বাহারছড়া এলাকার বাসিন্দা মৃত আব্দুল করিমের ছেলে আশিকুল ইসলাম আশিক, একই এলাকার মো. শফিউদ্দিন শফির ছেলে ইসরাফিল হুদা জয় ও আবুল কাশেমের ছেলে মেহেদী হাসান বাবু এবং কক্সবাজার সদর উপজেলার পিএমখালী এলাকার বাসিন্দা জসিম উদ্দিনের ছেলে রিয়াজ উদ্দিন ছোটন।
এ ঘটনায় আটক ছোটন র্যাব হেফাজতে থাকলেও আজ ট্যুরিস্ট পুলিশের কাছে সোপর্দ করা হয়। পুলিশ আদালতে ৭ দিনের রিমান্ডের আবেদন করেন।
খুলনা গেজেট/ এস আই