ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজের জন্য চূড়ান্ত দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।২৪ সদস্যের প্রাথমিক দলটিকে শনিবার ১৮ জনে নামিয়ে আনা হয়েছে। প্রথমবারের মতো ওয়ানডে দলে ডাক পেয়েছেন অফ স্পিনার মেহেদি হাসান, পেস বোলার হাসান মাহমুদ এবং শরিফুল ইসলাম।
গত মার্চে মাশরাফী বিন মোর্ত্তজা ওয়ানডে অধিনায়কত্ব থেকে সরে দাঁড়ানোর পর তামিম ইকবাল এই ফরম্যাটে নেতৃত্ব পান। কিন্তু করোনার কারণে এরপর আর মাঠেই নামা হয়নি বাংলাদেশ দলের। তামিম তাই নতুন অধ্যায় শুরুর অপেক্ষায়। আর এই সিরিজ দিয়েই নিষেধাজ্ঞা কাটিয়ে ফের আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার প্রহর গুনছেন সাকিব আল হাসান। দেশের হয়ে সবশেষ ওয়ানডে খেলেছেন তিনি ২০১৯ সালের জুলাইয়ে। লর্ডসে পাকিস্তানের বিপক্ষে বিশ্বকাপ ম্যাচ ছিল সেটি।
এদিকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষে বঙ্গবন্ধুকে সম্মান জানিয়ে এই সিরিজের নাম রাখা হয়েছে ‘বঙ্গবন্ধু বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট সিরিজ ২০২১। সিরিজে টাইটেল স্পন্সর হয়েছে লাভেলো আইসক্রিম, পাওয়ার্ড বাই স্পন্সর ওয়ালটন।
শনিবার দুপুরে রাজধানী ঢাকার বিজিবি ব্যানকুয়েট হলে স্পন্সর প্রতিষ্ঠানের নাম ঘোষণা করেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী। এ সময় উপস্থিত ছিলেন, বিসিবি পরিচালক জালাল ইউনুস, লাভেলো আইসক্রিমের ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার মো. একরামুল হক, ওয়ালটন গ্রুপের এক্সিকিউটিভ ডিরেক্টর উদয় হাকিম ও সিরিজের ম্যানেজিং পার্টনার মাত্রা-র সানাউল আরেফিন।
২০ জানুয়ারি থেকে শুরু হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। দ্বিতীয় ওয়ানডে ২২ জানুয়ারি ও তৃতীয় ওয়ানডে ২৫ জানুয়ারি। প্রথম দুটি হবে ঢাকার মিরপুর শের-ই বাংলায়। শেষটি হবে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। এরপর ৩ ফেব্রুয়ারি চট্টগ্রামে শুরু হবে প্রথম টেস্ট। ১১ ফেব্রুয়ারি শেষ টেস্ট হবে ঢাকায়।
ওয়ানডে সিরিজের দল:
তামিম ইকবাল (অধিনায়ক), সাকিব আল হাসান, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, মোহাম্মদ মিঠুন, লিটন দাস, মাহমুদউল্লাহ, আফিফ হেসেন ধ্রুব, সৌম্য সরকার, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, হাসান মাহমুদ, মোহাম্মদ সাইফউদ্দিন, মোস্তাফিজুর রহমান, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, মেহেদি হাসান, রুবেল হোসেন।
খুলনা গেজেট/এ হোসেন