খুলনা, বাংলাদেশ | ৮ অগ্রহায়ণ, ১৪৩১ | ২৩ নভেম্বর, ২০২৪

Breaking News

  ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

ওয়েলিংটন বিশ্ববিদ্যালয়ের কনফারেন্সে খুবি শিক্ষক প্যানেল স্পিকার নির্বাচিত

নিজস্ব প্রতিবেদক

ডুমুরিয়ার সন্তান, খুলনা বিশ্ববিদ্যালয়ে সহযোগী অধ্যাপক ও অস্ট্রেলিয়ার নিউ ইংল্যান্ড বিশ্ববিদ্যালয়ের পিএইচডি ফেলো সাহরিয়ার রহমান রাজু সম্প্রতি নিউজিল্যান্ডের ওয়েলিংটন বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিতব্য এএনজেডসিএ কনফারেন্স ২০২৩-এর একজন আমন্ত্রিত প্যানেল স্পিকার নির্বাচিত হয়েছেন।

আগামী ২৪ নভেম্বর কোভিডকালীন গবেষণার উপর তিনি প্রফেসর জেরার্ড গগিন (ইউনিভার্সিটি অব সিডনী), প্রফেসর মনিক লুইস (গ্রিফিথ ইউনিভার্সিটি) ও প্রফেসর ডেভিড নোলান (ইউনিভার্সিটি অব ক্যানবেরা)- প্যানেলের প্রথম বক্তা হিসেবে তাঁর বক্তব্য উপস্থাপন করবেন। উক্ত কনফারেন্সে তিনি একমাত্র বাংলাদেশি আমন্ত্রিত অতিথি এবং উক্ত প্যানেলে একমাত্র বিদেশি স্পিকার।

উল্লেখ্য, এএনজেডসিএ অস্ট্রেলিয়ার ক্যানবেরা-ভিত্তিক জাতীয় কমিউনিকেশন অ্যাসোসিয়েশন যা বিগত চার দশকের বেশি সময় ধরে শিক্ষা ও গবেষণার উপর কাজ করে আসছে। প্রতিষ্ঠানটি প্রেসিডেন্ট সার্ভিস, গ্রান্ট নোবেল, অ্যান ডুন, ক্রিস্টোফার নিউওয়েলসহ নানা ধরণের অ্যাওয়ার্ড প্রদান করে থাকে। এ বছরের এএনজেডসিএ কনফারেন্সে বিশ্বের ৫০-টির অধিক দেশের গবেষক ও প্রতিনিধি অংশগ্রহণ করবেন।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!