বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ (২য় পর্যায়) প্রকল্প এর সহযোগি সংস্থা ওয়েভ ফাউন্ডেশনের পরিচালনায় ২২ জুলাই দিঘলিয়া উপজেলার ৮নং ওয়ার্ডে গ্রাম আদালত ও করোনা সচেতনতামূলক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে প্রধান অতিথি ছিলেন দিঘলিয়া উপজেলার নির্বাহী কর্মকর্তা মাহবুবুল আলম।
সভাপতিত্ব করেন ওয়েভ ফাউন্ডেশনের জেলা সমন্বয়কারী মো, হাফিজুর রহমান এবং পরিচালনা করেন গ্রাম আদালত সহকারী মোছা. রিক্তা খাতুন। অনুষ্ঠানে ওয়ার্ডের সাধারণ মানুষ ছাড়াও ইউনিয়নের ইউপি সদস্য ও গ্রাম পুলিশ উপস্থিত ছিলেন। করোনা প্রাদূর্ভাবে সামাজিক দুরত্ব এবং স্বাস্থ্যবিধি মেনে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুবুল আলম বলেন, ‘বর্তমান পরিস্থিতিতে সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মেনে গ্রাম আদালতের সকল কার্যক্রমের পাশাপাশি সচেতনতামূলক উঠান বৈঠক করা যেতে পারে। তবে উঠান বৈঠকে অংশগ্রহণকারীদের কোন প্রকার খাদ্য বিতরণ করা যাবে না।
খুলনা গেজেট/এনএম