টেস্ট ক্রিকেট থেকে বিদায় নিচ্ছেন ডেভিড ওয়ার্নার, তা আগে জানা গিয়েছিল। এবার ওয়ানডে ক্রিকেটকেও বিদায় বলে দিলেন অস্ট্রেলিয়ার এ ওপেনার। দেশের হয়ে শুধু টি-টোয়েন্টি খেলা চালিয়ে যাবেন তিনি।
স্থানীয় সময় সোমবার সিডনিতে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন তিনি। পাকিস্তানের সঙ্গে চলমান টেস্ট সিরিজের পর সাদা জার্সিতেও তাকে আর দেখা যাবে না। তবে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ) চাইলে ২০২৫ সালের চ্যাম্পিয়নস ট্রফিতে তিনি অংশ নেবেন বলে জানিয়েছেন।
সোমবার ওই সংবাদ সম্মেলনে ওয়ার্নার জানান, ‘একদিনের ক্রিকেট থেকে সরে যাচ্ছি। ভারতে অনুষ্ঠিত বিশ্বকাপ চলাকালেই বিষয়টি আমার মাথায় আসে। এরপর দলকে স্বাগতিক দেশের মাটিতে তাদেরকেই হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার গৌরব এনে দেয়ার অংশ হতে পারার সৌভাগ্য হয়েছে। তাই বিদায় বলার জন্য এর চেয়ে ভালো সময় আর হতে পারে না।’
মূলত ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণে মনোযোগী হতেই এমন সিদ্ধান্ত নিয়েছেন ৩৭ বছর বয়সী ওয়ার্নার। বলেন, ‘টেস্ট ও ওয়ানডে থেকে বিদায় নিলে টি-টোয়েন্টির মতো ফরম্যাটের খেলার জন্য আরও বেশি সময় পাব। আর একদিনের ক্রিকেট অনেক পরিবর্তন আসবে নতুনদের হাত ধরে। তাদের সেই সুযোগটা দিতে চাই।
‘তবে চ্যাম্পিয়নস ট্রফি আসন্ন। আগামী দুই বছর যদি আমার ফরম ধরে রাখতে পারি, তবে বোর্ড চাইলে সে সময় আমি দলে ফিরব।’
২০০৯ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে একদিনের আন্তার্জাতিক ক্রিকেটে অভিষেক হয় ওয়ার্নারের। এরপর টানা ১৫ বছর অস্ট্রেলিয়ার হয়ে ইনিংস শুরু করেছেন তিনি। এর মধ্যে জিতেছেন ২০১৫ এবং ২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপ।
একদিনের ক্রিকেটে ১৬১ ম্যাচ খেলে ৩৩ অর্ধশতক ও ২২ শতকে ৬ হাজার ৯৩২ রানের মালিক তিনি।
খুলনা গেজেট/এনএম