রামপাল থানা পুলিশ অভিযান চালিয়ে নিখোঁজ শ্রমিক আরাফাত কে মোংলা উপজেলা থেকে উদ্ধার করে তার পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করেছে। রবিবার (১০ ডিসেম্বর) দুপুর ২ টায় রামপাল থানার অফিসার ইনচার্জ এস, এম আশরাফুল আলম শ্রীফলতলা গ্রামের শ্রমিক আরাফাত কে তার মাতা নুর নাহারের কাছে হস্তান্তর করেছেন।
জানা গেছে, গত ৯ জুলাই সকাল ৮ টায় আরাফাত কাজের সন্ধানে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হয়। কয়েকদিন পরে তার পরিবারের সদস্যরা তার ব্যবহৃত মুঠোফোন নম্বর বন্ধ পেয়ে তাকে খুঁজতে থাকেন। বিভিন্ন স্থানে খুঁজে না পেয়ে ১৬ নভেম্বর শ্রমিক আরাফাতের মাতা নূর নাহার রামপাল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
অভিযোগ পত্র আমলে নিয়ে ওসি আশরাফুল আলমের দিক নির্দেশনায় এএসআই ফজলুর রহমান অনুসন্ধান শুরুর এক পর্যায়ে শ্রমিক আরাফাতের সন্ধান পান। পরে শনিবার রাতে তাঁকে মোংলা উপজেলা সদর থেকে উদ্ধার করে টানা নিয়ে আসেন। রবিবার আনুষ্ঠানিকভাবে আরাফাতকে তার মায়ের কাছে হস্তান্তর করেছেন।
শ্রমিক, আরাফাত সমুদ্রগামী একাধিক জেলে মহাজনদের কাছ থেকে মোটা অংকের অর্থ হাতিয়ে নিয়েছিল। পরে পাওনাদারদের ভয়ে সে গা ঢাকা দেয়।
রামপাল থানার ওসি এস, এম আশরাফুল আলম আরাফাত কে উদ্ধার ও তার পরিবারের সদস্যদের কাছে হস্তান্তরের বিষয়টি নিশ্চিত করেছেন।
খুলনা গেজেট/ টিএ